গত ৪ জুন বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে মাততে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ সমর্থকের। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সোমবার ছ’দফা কর্মসূচির ঘোষণা করল আরসিবি। লক্ষ্য একটাই, ভবিষ্যতে যেন কখনও এমন ঘটনা না ঘটে। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আগামী কয়েক মাস ধরে এই কর্মসূচি কাজে লাগাতে চাইছে আরসিবি। সরকারের অনুমতি পেলেই কাজ শুরু হয়ে যাবে। দুঃসময়েও যে সমর্থকেরা পাশে দাঁড়িয়েছেন তাঁদের প্রতি দায়বদ্ধ থাকার কথা জানিয়েছে আরসিবি।
প্রথম কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে দাঁড়ানোর অঙ্গীকার নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, স্টেডিয়াম কর্তৃপক্ষ, খেলাধুলোর সংস্থা এবং লিগ আয়োজকদের সঙ্গে নিবিড় ভাবে কাজ করে ভিড় সামলানোর ব্যাপারে নতুন নকশা তৈরি করার কথা বলা হয়েছে। তৃতীয়ত, কর্নাটকের গ্রামীণ অঞ্চলে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিদ্ধি সম্প্রদায়ের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
চতুর্থত, স্বাধীন গবেষণা এবং মানুষের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে বিনিয়োগ করা হবে। ভিড় সামলানো এবং আপৎকালীন পরিস্থিতি সামলানোর নিরাপত্তারক্ষীদের প্রতি বছর প্রশিক্ষণ দেওয়া হবে। পঞ্চমত, মৃত সমর্থকদের উদ্দেশে বেঙ্গালুরুর কোনও একটি জায়গায় স্মৃতি সৌধ বানানো হবে। ষষ্ঠত, স্টেডিয়ামে বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ করে দেওয়া, স্থানীয় প্রতিভাদের খেয়াল রাখা এবং আগামী প্রজন্মদের পেশাদারদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।