প্রত্যাবর্তনের ম্যাচে রান পেলেন না ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ১৭ রানের বেশি করতে পারেননি তিনি।
ভারত এ দলকে নেতৃত্ব দিচ্ছেন পন্থ। চার দিনের টেস্টে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা ছিল। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন পন্থ। মাত্র ২০ বল উইকেটে ছিলেন তিনি। দু’টি চার মারেন। জোরে বোলার ওকুলে সেলের বলে জুবায়ের হামজার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
গত ইংল্যান্ড সফরে পায়ে চোট পাওয়ার পর এই ম্যাচেই মাঠে ফিরেছেন ঋষভ। প্রথম দিন একটি ক্যাচ নিয়েছিলেন। দ্বিতীয় দিন ১৭ রানে আউট হলেন।
দক্ষিণ আফ্রিকা এ দলের প্রথম ইনিংস শেষে হয় ৩০৯ রানে। অফ স্পিনার তনুশ কোটিয়ান ৪ উইকেট নেন। জবাবে ভারত এ দল প্রথম ইনিংসে ২৩৪ রানের বেশি করতে পারেননি। ভাল রান বলতে আয়ুষ মাত্রের ৬৫ এবং আয়ুষ বাদোনির ৩৮। অফস্পিনার প্রেনেলান সুব্রায়েন ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৩০ রান তুলেছে। তারা ১০৫ রানে এগিয়ে, হাতে ১০ উইকেট।