Advertisement
০১ এপ্রিল ২০২৩
Rohit Sharma

Rohit Sharma: এখনও শেষ হয়নি রোহিত শর্মার ইংল্যান্ড সফর!

ইংল্যান্ডে স্ত্রী এবং মেয়েকে নিয়ে ছুটি কাটাচ্ছেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে বিশ্রাম পেয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে খেলবেন।

এই ছবি নেটমাধ্যমে দিয়েছেন রোহিত।

এই ছবি নেটমাধ্যমে দিয়েছেন রোহিত। ছবি: ইনস্টাগ্রাম।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৪:০৪
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ জিতে ফুরফুরে মেজাজে রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। ভারতীয় দলের অধিনায়ক সেই সুযোগে ইংল্যান্ডেই ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

Advertisement

ভারতীয় দলের ইংল্যান্ড সফর শেষ হলেও সেখানেই থেকে গিয়েছেন রোহিত। লন্ডনে রয়েছেন তাঁর স্ত্রী রিতিকা এবং মেয়ে সামাইরা। উপভোগ করছেন সেখানকার গ্রীষ্ম। ক্রিকেটের ব্যস্ততা না থাকায় পরিবার নিয়ে হালকা মেজাজে ছুটি কাটাচ্ছেন রোহিত। মঙ্গলবার স্ত্রী, মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উইন্ডসরের একটি বিনোদন পার্কে। বেশ কিছুটা সময় তাঁরা সেখানে কাটান। সেই ছবি নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

ছুটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবেন তিনি। দলকে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের দু’টি সিরিজ জিতলেও ব্যাট হাতে তেমন রান পাননি রোহিত। তিনটি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৬৬ রান। তিনটি এক দিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৯৩ রান। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় বলেছেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা এবং কৌশল বেশ ভাল হয়েছে। বোলাররা শর্ট বলগুলো খুব ভাল করেছে। ফিল্ডাররাও ছিল সঠিক জায়গায়। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারার কৃতিত্ব দলের সকলের এবং অবশ্যই অধিনায়কের। সে জন্য ফলাফলও ভাল হয়েছে।’’

Advertisement

রোহিতকে বিশ্রাম দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধবন। রোহিত ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলী, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ড্যকে। কোহলী এবং বুমরা খেলবেন না টি-টোয়েন্টি সিরিজও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.