Advertisement
E-Paper

ভুল পথে হাঁটছে পৃথ্বী! আক্ষেপ রোহিতের ছোটবেলার কোচের, ফিরে আসার উপায়ও বলে দিলেন দীনেশ

প্রথম টেস্টে শতরান করে আন্তর্জাতিক ক্রিকেট মহলের নজর কেড়েছিলেন পৃথ্বী শ। ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ভারতীয় দল থেকে বাদ পড়েন। আইপিএলের গত নিলামে তিনি দল পাননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৯:০১
picture of Prithvi Shaw

পৃথ্বী শ। —ফাইল চিত্র।

পৃথ্বী শ। এক সময় ভারতের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসাবে বিবেচনা করা হত তাঁকে। দেশের হয়ে ১২টা ম্যাচ খেলেছেন। কিন্তু নিজের খেলা ধরে রাখতে পারেননি। বার বার তাঁর বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। গত মরসুমে বাদ পড়তে হয়েছে মুম্বইয়ের রঞ্জি দল থেকেও। পৃথ্বীর এমন পরিণতিতে হতাশ রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাড। পৃথ্বী কী করলে ফিরে আসতে পারেন, তা-ও বলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে দীনেশ বলেছেন, ‘‘পৃথ্বীকে ছোটবেলা থেকে দেখছি। ১০ বছর বয়স ছিল তখন ওর। খুব প্রতিভাবান ক্রিকেটার ছিল। তবে প্রত্যেকের এগোনোর পথ আলাদা। এটা ব্যক্তিগত। ওর সমস্যাটা ঠিক কী, বলতে পারব না। তবে পৃথ্বী এখনও খুব প্রতিভাবান ক্রিকেটার। দুর্ভাগ্যজনক ভাবে ভুল পথে হাঁটছে। ওর ক্রিকেটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’’

রোহিতের ছোটবেলার কোচ মনে করেন চেষ্টা করলে এখনও ক্রিকেটের মূল স্রোতে ফিরতে পারবেন পৃথ্বী। পরামর্শের সুরে দীনেশ বলেছেন, ‘‘পৃথ্বীর মতো এক জন ব্যাটারের উচিত নিজের খেলায় গুরুত্ব দেওয়া। আগে যে ভাবে খেলত, সে ভাবেই ওর খেলা উচিত। আমাদের বেশ কিছু দুর্দান্ত ব্যাটার রয়েছে। উদাহরণ হিসাবে বৈভব সূর্যবংশী, আয়ূষ মাত্রের কথা বলতে পারি। এরা ভবিষ্যতের ক্রিকেটার। একের পর এক ক্রিকেটার তৈরি হচ্ছে। এটাই ভারতীয় ক্রিকেটের শক্তি।’’

প্রথম টেস্টেই শতরান করে আন্তর্জাতিক ক্রিকেট মহলের নজর কেড়েছিলেন পৃথ্বী। পাঁচটি টেস্ট খেলেছেন। ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ভারতীয় দল থেকে বাদ পড়েন। তার পর ক্রমশ অবনতি হয়েছে তাঁর পারফরম্যান্সের। আইপিএলের গত নিলামে কোনও দল তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি।

Prithvi Shaw Dinesh Lad Rohit Sharma coach
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy