Advertisement
২৪ এপ্রিল ২০২৪
shubman gill

Shubman Gill: গিল বড় রান পাবেন, আশা সচিনের

কানপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করে শুভমন ফিরে যান।

শুভমন গিল।

শুভমন গিল।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ০৯:০৮
Share: Save:

টেকনিক যথেষ্ট ভাল বলে ভারতীয় ব্যাটিং বিভাগের যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন শুভমন গিল। এমনটাই মনে করেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। পাশাপাশি তিনি এও মনে করেন, দ্রুতই বড় রান পেতে শুরু করবেন শুভমন।

কানপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করে শুভমন ফিরে যান। মুম্বইয়েও প্রথম ইনিংসে ৪৪ রান করে অজাজ় পটেলের শিকার এই তরুণ ব্যাটার। সংবাদ সংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকারে সচিন বলেছেন, ‘‘টেকনিক ভাল থাকলে যে কোনও পরিস্থিতিতে ব্যাট করা যায়। শুভমন ভাল শুরু করেছে ক্রিকেট জীবন। ওর ইনিংস গড়ার ভঙ্গিও আকর্ষণীয়। তবে ৪০-৫০ রানকে বড় ইনিংসে পরিণত করতে গেলে আরও বেশি সময় ক্রিজ়ে থাকতে হবে। আশা করছি, খুব দ্রুতই শুভমন বড় রান পেতে শুরু করবে।’’ সচিন চান, সেঞ্চুরির কথা ভেবে যেন নিজের উপরে চাপটা না নেন শুভমন। ‘‘আমি নিশ্চিত, বড় রান করার খিদেটা আছে শুভমনের মধ্যে। ওকে এখন মনঃসংযোগ ধরে রাখতে হবে। কানপুর আর মুম্বইয়ে দুটো ভাল বলে শুভমন আউট হয়েছে,’’ বলেন সচিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shubman gill Sachin Tendulkar test cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE