ক্রিকেটে তৈরি হল নতুন নজির। এই প্রথম বার পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরুষ ক্রিকেট দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত হলেন কোনও মহিলা। শুক্রবার আবু ধাবি টি-টেন লিগের দল টিম আবু ধাবি সহকারী কোচ হিসেবে ঘোষণা করল ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার সারা টেলরের নাম। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।
মহিলা ক্রিকেটে অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে গণ্য করা হয় সারাকে। এর আগে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতাই এ বার কাজে লাগাতে চাইছেন আবু ধাবির হয়ে। সারার আশা, তাঁর এই কাজ দেখে দেশ-বিদেশে অন্যান্য মহিলা ক্রিকেটাররাও অনুপ্রাণিত হবেন।