Advertisement
২৬ এপ্রিল ২০২৪
india cricket

India Vs Zimbabwe: রোহিতদের দলে কি এ বার অভিষেক বাংলার শাহবাজের? নজরে আরও কয়েক জন

প্রথম দু’ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নেওয়ায় তৃতীয় ম্যাচ রাহুলদের কাছে নিয়মরক্ষার। তাই ভারতীয় দলে বেশ কয়েকটি বদল হতে পারে।

ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে নজর কেড়েছেন শাহবাজ।

ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে নজর কেড়েছেন শাহবাজ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১৬:০৪
Share: Save:

ওয়াশিংটন সুন্দর চোট পাওয়ায় জিম্বাবোয়ে সিরিজের দু’দিন আগে পরিবর্ত ক্রিকেটার হিসাবে নাম ঘোষণা হয়েছিল শাহবাদ আহমেদের। প্রথম সিরিজেই কি ভারতীয় দলের হয়ে অভিষেক হবে বাংলার এই ক্রিকেটারের! সম্ভাবনা রয়েছে। প্রথম দু’টি এক দিনের ম্যাচ জিতে লোকেশ রাহুলরা সিরিজ পকেটে পুরে নেওয়ায় তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। সেই ম্যাচে দলের বাকিদের দেখে নিতে পারে ম্যানেজমেন্ট। সেই সুবাদেই জায়গা পেতে পারেন শাহবাজ।

জিম্বাবোয়ের বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচে কোনও সমস্যায় পড়তে হয়নি রাহুলদের। সহজে জয় এসেছে। প্রথম ম্যাচে ১০ উইকেটে জেতার পরে দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বোলাররা কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন বটে, তবে তাতে কাজের কাজ হয়নি। তাই তৃতীয় ম্যাচে দলে কয়েকটি বদলের সম্ভাবনা রয়েছে।

এই সিরিজে অলরাউন্ডার হিসাবে অক্ষর পটেল ও দীপক হুডাকে খেলিয়েছে ভারত। হুডা এশিয়া কাপে থাকায় তৃতীয় ম্যাচেও তিনি হয়তো খেলবেন। কিন্তু অক্ষর ও শাহবাজের খেলার ধরন প্রায় এক। দু’জনেই বাঁ হাতি ব্যাটার ও বাঁ হাতি স্পিনার। বিপক্ষে জিম্বাবোয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল দল। তাই অক্ষরের জায়গায় দেখা যেতে পারে শাহবাজকে। ঘরোয়া ক্রিকেটে বাংলার ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে নজর কেড়েছেন শাহবাজ। এ বার জাতীয় দলে ছাপ ফেলতেও মুখিয়ে তিনি।

ভারতীয় দলে ঢুকতে পারেন রাহুল ত্রিপাঠি। সে ক্ষেত্রে মিডল অর্ডারে ঈশান কিশন ও সঞ্জু স্যামসনের মধ্যে এক জন বসবেন। দু’জনেই উইকেটরক্ষক হওয়ায় দলের ভারসাম্যে কোনও সমস্যা হবে না।

পরিবর্তন হতে পারে বোলিং বিভাগেও। প্রথম ম্যাচের সেরা দীপক চাহার দ্বিতীয় ম্যাচে খেলেননি। তৃতীয় ম্যাচে তাঁকে দেখা যেতে পারে। খেলিয়ে খেলিয়ে তাঁকে ম্যাচ ফিট করার চেষ্টা করছে ম্যানেজমেন্ট। এ ছাড়া প্রসিদ্ধ কৃষ্ণর বদলে খেলতে পারেন আবেশ খান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE