গত বছর কলকাতা নাইট রাইডার্স, এ বার পঞ্জাব কিংস। পর পর দু’বছর দু’টি দলকে আইপিএলের ফাইনালে তুলেছেন। কলকাতার হয়ে ট্রফি জিতলেও পঞ্জাবকে ট্রফি দিতে পারেননি। তবে অধিনায়ক হিসাবে শ্রেয়স আয়ারের দক্ষতা নজর এড়ায়নি বোর্ড কর্তাদের। তাঁকে সাদা বলের অধিনায়ক করার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু হয়েছে।
শুধু কলকাতা এবং পঞ্জাবই নয়, ২০২০-তে দিল্লিকেও ফাইনালে তুলেছিলেন শ্রেয়স। অধিনায়কত্ব তাঁর কাঁধে বাড়তি কোনও বোঝাও নয়। কারণ এ বছর ১৭টি ম্যাচে ৬০৪ রান করেছেন তিনি। পঞ্জাবের সর্বোচ্চ রান সংগ্রাহকও।
‘ইন্ডিয়ান্স এক্সপ্রেস’ ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা বলেছেন, “এই মুহূর্তে রোহিত শুধু এক দিনের ক্রিকেট দলে রয়েছে। তবে আইপিএলের পর ওকে টি-টোয়েন্টি দলের বাইরে রাখা যাবে না। এমনকি টেস্ট দলেও ঢোকার দাবিদার ও। পাশাপাশি সাদা বলে নেতৃত্ব দেওয়ার দৌড়েও ঢুকে পড়েছে।”
আরও পড়ুন:
এই মুহূর্তে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি দলের অধিনায়ক। রোহিত এক দিনের দলের। দু’জনেই ক্রিকেটজীবনের শেষ পর্যায়ে রয়েছেন। ৩০ বছরের শ্রেয়সকে এখন অধিনায়ক করা হলে দীর্ঘ দিন নেতৃত্ব দিতে পারবেন। তবে পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বা দু’বছর পর এক দিনের বিশ্বকাপে তাঁকে নেতৃত্ব দিতে দেখা যাবে কি না তা বোঝা যাচ্ছে না।
শুভমন গিলকে টেস্ট অধিনায়ক করে ইতিমধ্যেই কোচ গৌতম গম্ভীর বার্তা দিয়েছেন, তাঁরা নতুন প্রজন্মকে আরও বেশি করে সামনে আনতে আগ্রহী। শ্রেয়সও সে ক্ষেত্রে উদাহরণ হিসাবে আসতে পারেন। কারণ তিনি ছাড়া এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার মতো বিকল্প বোর্ডের হাতে নেই।