দলকে ফাইনালে তুলেও বার বার কাপ আর ঠোঁটের দূরত্ব রয়ে যাচ্ছে শ্রেয়স আয়ারের। পঞ্জাব কিংসকে আইপিএলের ফাইনালে তুলেও হেরেছিলেন। এ বার টি-টোয়েন্টি মুম্বই লিগের ফাইনালেও হারলেন। তাঁর দল সোবো মুম্বই ফ্যালকন্স হেরে গিয়েছে মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালসের কাছে।
আগে ব্যাট করে মাত্র ১৫৭ রান তোলে ফ্যালকন্স। শ্রেয়স ১৭ বলে মাত্র ১২ রান করেন। ময়ুরেশ তান্ডেলের অর্ধশতরান ছাড়া বলার মতো কিছু নেই। জবাবে চিন্ময় রাজের সুতারের অর্ধশতরান এবং আওয়াইস খানের ৩৮ রানের সৌজন্যে পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নেয় রয়্যালস।
হেরে স্বাভাবিক ভাবেই হতাশ শ্রেয়স। বলেছেন, “খুব কঠিন একটা দিন গেল। যে কোনও ম্যাচই হারলে মনের মধ্যে সারা ক্ষণ সেটা ঘুরতে থাকে। তার উপর ফাইনালে হারলে আরও বেশি হতাশ হওয়া স্বাভাবিক। আমার মতো বাকিরাও হতাশ। তবে পরের বছর ওরা বাড়তি অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসবে এটুকু বলতে পারি।”
আরও পড়ুন:
ফাইনালে হেরেও সতীর্থদের পারফরম্যান্সে গর্বিত শ্রেয়স। তিনি বলেছেন, “কোনও নির্দিষ্ট ঘটনাকে দায়ী করতে চাই না। প্রত্যেকেই ভাল খেলেছে। দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করে। ফাইনালের আগে পর্যন্ত মাত্র একটা ম্যাচ হেরেছি। একটা খারাপ ম্যাচ দেখে ও ভাবে কাউকে দায়ী করা যায় না। এটাকে পিছনে ছুরি মারা বলে। আমি সেটা শিখিনি।”