গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কুড়ি-বিশের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। রবিবারের ম্যাচের পরে কি এ বার এক দিনের ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত? এই প্রশ্নের জবাব দিলেন শুভমন গিল।
রোহিতের অবসরের জল্পনা দীর্ঘ দিনের। যখনই ব্যাটে রান থাকে না, এক বার করে অবসরের প্রসঙ্গ ওঠে। নানা বিশেষজ্ঞ নানা কথা বলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগেও তা উঠছে। ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে শুভমন বলেন, “আমরা এই বিষয়ে এখন কোনও আলোচনা করছি না। ম্যাচ জেতার কথা ভাবছি। কী ভাবে ম্যাচ জিতব সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আমার মনে হয, রোহিতভাইও এখন জেতার কথাই ভাবছে। ওর সব লক্ষ্য দেশের হয়ে আর একটা আইসিসি ট্রফি জেতা।” তবে একেবারেই যে রোহিত অবসরের কথা ভাবছেন না, তা-ও বলেননি শুভমন। তিনি বলেন, “আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতি। তার পরে রোহিতভাই অবসরের কথা ভাববে।”
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাল বলের ক্রিকেটে রোহিতের ফর্ম ভাল ছিল না। অস্ট্রেলিয়ায় টেস্টে সিরিজ়ে শেষ ম্যাচে প্রথম একাদশের বাইরে বসতে হয়েছিল তাঁকে। সেই সময়ই জল্পনা শুরু হয়েছিল, যে টেস্ট সিরিজ়ের পরেই অবসর নেবেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো খেলবেন না তিনি। কিন্তু শেষ টেস্ট চলাকালীন রোহিত স্পষ্ট জানিয়ে দেন, এখন অবসরের কথা ভাবছেন না তিনি। রোহিত নিজের মনোভাব স্পষ্ট করে দিলেও যে জল্পনা এখনও থামেনি তা দেখা যাচ্ছে।
সাদা বলের ক্রিকেটে পর পর তিন বছর ভারতকে তিনটি আইসিসি ট্রফির ফাইনালের তুলেছেন রোহিত। প্রথমে ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ। তার পর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব শেষে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। এক দিনের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। দেশের মাটিতে স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই ধাক্কা সামলে এ বার ৫০ ওভারের একটি আইসিসি ট্রফি জিততে মরিয়া রোহিত। তার বাইরে আপাতত কিছু নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক।