আইপিএলে তাঁর নেতৃত্বে গুজরাত টাইটান্স প্লে-অফে উঠে গিয়েছে। ট্রফি জেতারও দাবিদার। তবে আসন্ন ইংল্যান্ড সিরিজ়ও মাথায় রয়েছে শুভমন গিলের। সে জন্য আইপিএলের মাঝেই চুপি চুপি সেই সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
সম্প্রতি গুজরাতের অনুশীলনে শুভমনকে লাল বলে ব্যাট করতে দেখা গিয়েছে। সীমিত ওভারের ক্রিকেট হয় সাদা বলে। তাই শুভমনের লাল বলে অনুশীলন দেখে মনে করা হচ্ছে, ইংল্যান্ড সিরিজ় এখন থেকেই তাঁর মাথায় ঘুরতে শুরু করে দিয়েছে।
ইংল্যান্ড সিরিজ়ে শুভমনের কাঁধে গুরুদায়িত্ব আসতে পারে। তাঁকে টেস্টে অধিনায়ক করা হতে পারে। আগামী শনিবার ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। সেখানেই হয়তো শুভমনের নাম নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হবে।
টেস্ট সিরিজ় শুরু হওয়ার আগে ভারতের ‘এ’ দল দু’টি বেসরকারি টেস্ট খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচের আগে ভারত ‘এ’ দলে যোগ দেওয়ার কথা শুভমন এবং গুজরাত টাইটান্সে তাঁর সতীর্থ সাই সুদর্শনের।
আরও পড়ুন:
টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হবে কি না এখনও ঠিক নেই। তবে আইপিএলে গুজরাতের সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর মস্তিষ্ক। চলতি আইপিএলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট অর্জন করেছে গুজরাত। এখনও তাদের দু’টি ম্যাচ বাকি। ফলে প্রথম দুইয়ে শেষ করা অনেকটাই পাকা। গুজরাত খেলবে চেন্নাই এবং লখনউয়ের বিরুদ্ধে। দু’টি ম্যাচই হবে অহমদাবাদে।