Advertisement
০৪ মে ২০২৪
Sourav Ganguly

Sourav Ganguly: ইডেনে নিজের ছবি দেখে থমকে দাঁড়ালেন সৌরভ, তার পর?

টেস্টে ১৬টি শতরান আছে সৌরভের। এক দিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ২২। আন্তর্জাতিক মঞ্চে তিনি ১১৩টি টেস্ট, ৩১১টি এক দিনের ম্যাচ খেলেছেন সৌরভ। আন্তর্জাতিক মঞ্চে তাঁর সংগ্রহ ১৮,৫৭৫ রান। তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট বদলে গিয়েছে বলে মনে করেন অনেকেই। মাঠে তাঁর আগ্রাসনও ছিল চর্চার বিষয়।

ইডেনে নিজের ছবির সামনে দাঁড়িয়ে তোলা ছবি নেটমাধ্যমে পোস্ট করেন সৌরভ।

ইডেনে নিজের ছবির সামনে দাঁড়িয়ে তোলা ছবি নেটমাধ্যমে পোস্ট করেন সৌরভ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ২০:০৯
Share: Save:

২০০৭ সালে ইডেনের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে শতরান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ইনিংসের কথা দর্শকরা যেমন ভুলতে পারেননি, তেমনই ভুলতে পারেননি তিনি নিজেও। মঙ্গলবার ইডেনে নিজের ছবির সামনে দাঁড়িয়ে তোলা ছবি নেটমাধ্যমে পোস্ট করেন সৌরভ।

সৌরভ নিজের সেই ছবি পোস্ট করে লেখেন, ‘ইডেনে এই ছবিটা দেখলাম। এই মাঠে আমার শতরানের পর। দারুণ স্মৃতি।’ পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ১৫৬ বলে ১০২ রান করেছিলেন সৌরভ। প্রথম ইনিংসে ভারত ৬১৬ রান করে ভারত। ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৫৬ রান তুলেছিল। ভারত ৩৪৫ রানের লক্ষ্য রাখে পাকিস্তানের সামনে। ২১৪ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। সেই অবস্থায় ম্যাচ শেষ হয়। ড্র হয়ে যায় ইডেনের টেস্ট।

টেস্টে ১৬টি শতরান আছে সৌরভের। এক দিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ২২। আন্তর্জাতিক মঞ্চে তিনি ১১৩টি টেস্ট, ৩১১টি এক দিনের ম্যাচ খেলেছেন সৌরভ। আন্তর্জাতিক মঞ্চে তাঁর সংগ্রহ ১৮,৫৭৫ রান। তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট বদলে গিয়েছে বলে মনে করেন অনেকেই। মাঠে তাঁর আগ্রাসনও ছিল চর্চার বিষয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly Eden Gardens BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE