বিগত টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বিরাট কোহলীদের। প্রথম দু’ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের ফলেই বিদায় হয়েছে ভারতের। এই টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স সাম্প্রতিক কালে সব থেকে খারাপ, এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। গত চার থেকে পাঁচ বছরে ভারতীয় দল এত খারাপ খেলেনি বলেই জানিয়েছেন সৌরভ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, ‘‘সত্যি বলতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপে খুব একটা খারাপ খেলেনি ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। এক দিনের বিশ্বকাপে সব ম্যাচ ভাল খেলে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এক দিন খারাপ হতেই পারে।’’