চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে গত বারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী বিরাট কোহলীরা। অন্য দিকে ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়ে যাত্রা শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার। প্রথমেই ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দলের জোরে বোলার লুঙ্গি এনগিডি। তাঁর আশা ভারতের বিরুদ্ধে খেললে সঠিক পথে এগবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট।
সিরিজ শুরুর আগে প্রস্তুতিতে ব্যস্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। কোনও ফাঁক রাখতে চাইছেন না তাঁরা। এই প্রসঙ্গে এনগিডি বলেন, ‘‘এই ধরনের একটা সফর দিয়েই কোনও দল ঠিক পথে হাঁটতে শুরু করে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো করে নিজেদের তৈরি করছি। এই মুহূর্তে আমরা এমন একটি পর্যায়ে রয়েছি যখন নতুন করে দল তৈরি হচ্ছে। সেই সময় এমন একটা সফরের খুব প্রয়োজন পড়ে।’’