জৈবদুর্গ ভাঙায় তিন ক্রিকেটারকে এক বছরের জন্য নির্বাসিত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেই নির্বাসন তুলে নেওয়া হল। ফলে তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলতে কোনও বাধা রইল না এই তিন ক্রিকেটারের।
গত বছরের জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। সেখানে জৈবদুর্গ ভেঙে টিম হোটেলের বাইরে বেরিয়ে পড়েছিলেন কুশল মেন্ডিস, নিরোশন ডিকওয়েলা এবং দনুষ্কা গুণতিলকা। ডারহামের রাস্তায় প্রকাশ্যে তাঁদের ধূমপানের ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। তবে নির্বাসন তুলে নিলেও আগামী দু’বছর এই তিন ক্রিকেটার কড়া নজরে থাকবেন বলে জানিয়েছে বোর্ড। ফলে আর এক বার ভুল করলেই কড়া শাস্তি দেওয়া হতে পারে।