বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলার মাঝেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আঙুলের চোটের কারণে এই ম্যাচে আর খেলতে পারবেন না স্টিভ স্মিথ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়েও তাঁর খেলা হচ্ছে না। স্মিথের আঙুলের হাড় সরে গিয়েছে। অস্ত্রোপচার করা হবে বলে মনে করা হচ্ছে। যদি স্মিথ ইতিমধ্যেই দুই ইনিংসে ব্যাট করে ফেলেছেন। ফিল্ডিং তাঁর অভাব দেখা গিয়েছে ইতিমধ্যেই।
শুক্রবার ম্যাচের দ্বিতীয় সেশনে ঘটনাটি ঘটে। তখন সবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাট করতে নেমেছেন। হেলমেট পরে প্রথম স্লিপে ফিল্ডিং করছিলেন স্মিথ। মিচেল স্টার্কের একটি বলে স্মিথের দিকে ক্যাচ উড়ে আসে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার সেটি ধরতে পারেননি। উঠে দাঁড়িয়ে আঙুল চেপে ধরেন চিকিৎসককে মাঠে আসতে অনুরোধ করেন। দেখা যাচ্ছিল, তাঁর ডান হাতের কড়ে আঙুল বেঁকে গিয়েছে। যন্ত্রণাক্লিষ্ট হয়ে যায় স্মিথের মুখ।
চিকিৎসকরদের পরামর্শে মাঠ থেকে বেরিয়ে যান স্মিথ। আর ফিল্ডিং করেননি। পরিবর্ত হিসাবে নামেন স্যাম কনস্টাস। মাঠ থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্মিথকে। সেখানেই বোঝা যায় চোট গুরুতর। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানায়, ডান হাতের কড়ে আঙুলে চোট পেয়েছেন স্মিথ। তাঁকে এক্স-রে এবং বাকি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
সেই মুহূর্তে ধারাভাষ্য দিচ্ছিলেন ম্যাথু হেডেন। তিনি বলেন, “নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার ক্রিকেটে এই প্রজন্মের সেরা ব্যাটার স্মিথ। আপাতত ওর সামনে আট সপ্তাহ রয়েছে। তার পরেও রিহ্যাব করতে হবে। মনে হচ্ছে অস্ত্রোপচার করাতেই হবে।” আগামী ২৫ জুন থেকে অস্ট্রেলিয়ার টেস্ট শুরু ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। সেই সিরিজ়ে স্মিথের খেলার সম্ভাবনা খুবই কম।