বিরাট কোহলী ভারতের টেস্ট অধিনায়কের পদ ছাড়ার পরে এখনও পর্যন্ত নতুন অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই। সহ-অধিনায়ক হওয়ায় পাল্লা ভারী রোহিত শর্মার দিকে। কিন্তু তাঁকে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চান না ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর ভোট ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের দিকে। তিনি কেন পন্থের নাম বলছেন তার ব্যাখ্যা করতে রোহিত ও ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক টাইগার পটৌডির উদাহরণ টানলেন গাওস্কর।
কাকে নতুন অধিনায়ক করা উচিত সেই প্রসঙ্গে গাওস্কর বলেন, ‘‘কাকে নতুন অধিনায়ক করা হবে তা নিয়ে নির্বাচকদের মধ্যে বড় আলোচনা হতে চলেছে। এমন এক জনকে বাছা উচিত যে তিন ফরম্যাটেই খেলার যোগ্য। তা হলে নির্বাচন করা অনেক সহজ হবে। যদি আমাকে বলা হয় তা হলে আমি এখনও পন্থের নামই নেব।’’