২২ মার্চ থেকে শুরু এ বারের আইপিএল। প্রতিযোগিতা শুরুর ১৬ দিন আগে দলে বদল করতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। ইংল্যান্ডের পেসারের বদলে দক্ষিণ আফ্রিকার পেসারকে দলে নিল তারা।
নিলামে ইংল্যান্ডের ব্রাইডন কার্সকে ১ কোটি টাকায় কিনেছিল হায়দরাবাদ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পান তিনি। আইপিএলের আগে সুস্থ হতে পারবেন না কার্স। ফলে তাঁর পরিবর্ত বাছতে হয়েছে গত বারের রানার্স দলকে।
হায়দরাবাদ কার্সের বদলে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে। দু’জনের খেলার ধরন একই রকম। জোরে বলের পাশাপাশি ব্যাটের হাতও মন্দ নয়। মুল্ডারকে তাঁর ন্যূনতম মূল্য ৭৫ লক্ষ টাকায় নিয়েছে কাব্য মারানের দল হায়দরাবাদ।
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মুল্ডার। অর্থাৎ, খেলার মধ্যেই রয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে ১১টি টি-টোয়েন্টি, ১৮টি টেস্ট ও ২৫টি এক দিনের ম্যাচ খেলেছেন মিল্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ৯৭০ রানও করেছেন।
এ বারের আইপিএলে দ্বিতীয় দিনই খেলতে নামবে হায়দরাবাদ। ২৩ মার্চ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা। এখন দেখার প্রথম একাদশে মুল্ডারকে দেখা যায় কি না।