Advertisement
১৯ এপ্রিল ২০২৪
রোহিত-রাহুলের দাপটে বড় জয় ভারতের।

রোহিত-রাহুলের দাপটে বড় জয় ভারতের। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:৫৩
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:৪৯ key status

জিতল ভারত, নেট রান রেটেও এগিয়ে গেল

মাত্র ৩৮ বলে লক্ষ্যমাত্রার ৮৬ রান তুলে ফেলল ভারত। জয়সূচক ছক্কা এল সূর্যকুমারের ব্যাট থেকে। নিউজিল্যান্ড, আফগানিস্তানের থেকে নেট রান রেট বাড়ল ভারতের।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:৪৫ key status

আউট রাহুল

অর্ধশতরান করেই ছক্কা মারতে গিয়ে ওয়াটের বলে সীমানার ধারে ম্যাকলয়েডের হাতে ধরা পড়লেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:৪৪ key status

১৮ বলে ৫০ রাহুল

রান তাড়া করতে নেমে দ্রুত অর্ধশতরান করলেন রাহুল। মাত্র ১৮ বলেই ৫০ পেরোলেন।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:৪০ key status

আউট রোহিত

মারতে গিয়ে আউট রোহিত। হুইলের বলে এলবিডব্লু হলেন রোহিত। ৩০ করলেন তিনি।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:৩২ key status

৪ ওভারে ৪৯ তুলল ভারত

রোহিত ২২ এবং রাহুল ২৬ রানে ব্যাট করছেন। রান রেটে বাড়ানোর জন্য দ্রুত ম্যাচ শেষ করতে মরিয়া ভারত।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:২৩ key status

২ ওভারে ২৩ তুলল ভারত

রোহিত ৭ এেবং রাহুল ১৫ রানে ব্যাট করছেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:১৯ key status

প্রথম ওভারে ৮ তুলল ভারত

রোহিত ৬ এবং রাহুল ২ রানে ব্য়াট করছেন।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২১:০৩ key status

রান রেটের অঙ্ক

৭.১ ওভারের মধ্যে জিতলে আফগানিস্তানের রান রেট টপকাবেন কোহলীরা। ৮.৫ ওভারের মধ্যে জিতলে টপকাবেন নিউজিল্যান্ডকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:৫৬ key status

৫৩ বলে জেতা দরকার কোহলীদের

তাহলেই রান রেটে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডকে টপকাবে ভারত।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:৫৫ key status

স্কটল্যান্ডের ইনিংস শেষ ৮৫ রানে

মার্ক ওয়াটকে ফেরালেন বুমরা। একশোও পেরল না স্কটল্যান্ডের ইনিংস।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:৪৯

আবার আউট

শামির ওভারে পরপর তিন বলে তিন উইকেট। ইভান্সকে বোল্ড করলেন শামি।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:৪৮

পরপর দু’উইকেট হারাল স্কটল্যান্ড

ম্যাকলয়েডের পর প্রথম বলেই রান আউট শরিফ। 

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:৪৫

আউট ম্যাকলয়েড

মহম্মদ শামির বলে বোল্ড ম্যাকলয়েড। ১৬ রানে ফিরলেন স্কটিশ ব্যাটার।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:৩৯ key status

স্কটল্যান্ড ১৫ ওভারে ৭০-৬

ক্রিজে রয়েছেন ম্যাকলয়েড (১৪) এবং ওয়াট (৫)।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:৩৫ key status

প্রথম উইকেট পেলেন অশ্বিন

এই ম্যাচে প্রথম উইকেট পেলেন অশ্বিন। ফেরালেন ক্রিস গ্রিভসকে (১)।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:২৩ key status

ফিরলেন লিস্ক

আবার সাফল্য জাডেজার। উইকেটে জমে যাওয়া লিস্ককে ফেরালেন ২১ রানে। তিন উইকেট হল তাঁর।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:১৫ key status

স্কটল্যান্ড ১০ ওভারে ৪৪-৪

ক্রিজে ম্যাকলয়েড (৬) এবং লিস্ক (১০)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:০৯ key status

স্কটল্যান্ড ৮ ওভারে ৩২-৪

ক্রিজে লিস্ক (১) এবং ম্যাকলয়েড (৩)।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:০৪ key status

আবার সাফল্য জাডেজার

জাডেজার বলে এলবিডব্লু ম্যাথু ক্রস। ৪ উইকেট পড়ল স্কটল্যান্ডের।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ২০:০০ key status

জাডেজার বলে ফিরলেন বেরিংটন

জাডেজার বলে বোল্ড বেরিংটন। স্পিনের বিরুদ্ধে ফের আত্মসমর্পণ স্কটল্যান্ডের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE