Advertisement
০২ মে ২০২৪
Virat Kohli

T20 World Cup 2021: ভারত, নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটে, বলে এগিয়ে রয়েছেন কোন চার জন?

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। দুই দলের ব্যাটার ও বোলারদের মধ্যে রানে, উইকেটে কারা এগিয়ে রয়েছেন?

এগিয়ে রয়েছেন কারা?

এগিয়ে রয়েছেন কারা? —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৪:১২
Share: Save:

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড যে ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে, তাতে দুই দলের ব্যাটার ও বোলারদের মধ্যে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা, কলিন মুনরো, যশপ্রীত বুমরা, ইশ সোধি।

এই চারজনের কেউই ১৭টি ম্যাচ খেলেননি। দুই দলের ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি রান নিউজিল্যান্ডের মুনরোর। তিনি নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে নেই। মোট ১২টি ম্যাচ খেলে তিনি ৪২৬ রান করেছেন। গড় ৩৮.৭২। তাঁর স্ট্রাইক রেট ১৪৮.৯৫। একটি শতরানও রয়েছে তাঁর। নিউজিল্যান্ডের এই দলে যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান অধিনায়ক কেন উইলিয়ামসনের। ১১টি ম্যাচে তাঁর রান ৩২৫। গড় ২৯.৫৪, স্ট্রাইক রেট ১৩৫.৯৮। নিউজিল্যান্ডের হয়ে ইনিংসে সর্বোচ্চ রান মুনরোর অপরাজিত ১০৯। রাজকোটে ২০১৭ সালে এই ইনিংস খেলেছিলেন তিনি।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রান রোহিতের। ১৩টি ম্যাচে তিনি ৩৩৮ রান করেছেন। গড় ৩০.৭২, স্ট্রাইক রেট ১৩৭.৯৫। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের কোও ব্যাটারের শতরান নেই। ইনিংসে সর্বোচ্চ রান তাঁরই। সঙ্গে রয়েছেন শিখর ধবনও। ২০১৭ সালে দিল্লিতে একই ম্যাচে দু’জনে ৮০ রান করেছিলেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

বোলারদের মধ্যে সবার থেকে এগিয়ে রয়েছেন ইশ সোধি। নিউজিল্যান্ডের এই লেগস্পিনারের ১২ ম্যাচে ১৭ উইকেট রয়েছে। গড় ১৯.০৫। সব দেশ মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও সোধিরই। ইনিংসে সেরা বোলিং মিচেল স্যান্টনারের। ২০১৬ সালে নাগপুরে তিনি ১১ রানে ৪ উইকেট নিয়েছিলেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ভারতীয় বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি উইকেট নিয়েছেন বুমরা। নয় ম্যাচে ২১.৩০ গড়ে তাঁর উইকেট সংখ্যা ১০। ভারতীয়দের মধ্যে ইনিংসে সেরা বোলিংও তাঁরই। ২০২০ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে একটি ম্যাচে তিনি ১২ রানে ৩ উইকেট নিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE