Advertisement
১৮ এপ্রিল ২০২৪
India VS Pakistan

১ কোটি ৮০ লক্ষ! রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে অন্য রেকর্ড

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে একাধিক রেকর্ড হয়েছে। বিরাট কোহলি একাই সাতটি নজির গড়েছেন। শুধু ক্রিকেটাররা নন, নজির গড়েছেন ক্রিকেটপ্রেমীরাও। যাঁদের অধিকাংশই তরুণ প্রজন্মের।

কোহলির ব্যাটিংয়ের সময় দর্শক সংখ্যা ছিল সবথেকে বেশি।

কোহলির ব্যাটিংয়ের সময় দর্শক সংখ্যা ছিল সবথেকে বেশি। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৫:২১
Share: Save:

রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত ছিলেন ৯০ হাজার ২৯৩ জন দর্শক। মাঠের দর্শক সংখ্যা সর্বকালীন রেকর্ড গড়তে পারেনি। কিন্তু মোবাইলে দর্শক সংখ্যার বিচারে নতুন নজির গড়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। আসন ফাঁকা ছিল না দেশের দ্বিশতাধিক মাল্টিপ্লেক্সেও।

অ্যাপে দর্শক সংখ্যার হিসাবে নতুন রেকর্ড গড়েছে রবিবারের ম্যাচ। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ যত দর্শক দেখেছিলেন, সেই সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অ্যাপের দর্শক সংখ্যা। ডিজনিপ্লাস হটস্টারে রবিবার খেলা দেখেছেন ১ কোটি ৮০ লাখ মানুষ। ভারতের ইনিংস শুরুর সময় দর্শক সংখ্যা ছিল ৪০ লাখের কাছাকাছি। ভারতের ইনিংস যত এগিয়েছে দর্শক সংখ্যা তত বেড়েছে। বিরাট কোহলি আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করার পর লাফিয়ে লাফিয়ে বেড়েছে দর্শক সংখ্যা। ভারতীয় ইনিংসের শেষ ওভারে দর্শক সংখ্যা নতুন নজির গড়ে। সে সময় অ্যাপে দর্শক সংখ্যা ছিল ১ কোটি ৮০ লাখ।

তরুণ প্রজন্মের একটা অংশ মোবাইলে খেলা দেখতে পছন্দ করেন। যে কোনও জায়গায় খেলা দেখার সুবিধার জন্যই জনপ্রিয়তা বাড়ছে অ্যাপগুলির। এশিয়া কাপে সুপার ফোর পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ অ্যাপে দেখেছিলেন ১ কোটির কিছু বেশি ক্রিকেটপ্রেমী। যা এত দিন পর্যন্ত কোনও ক্রিকেট ম্যাচের সর্বোচ্চ অ্যাপ দর্শক সংখ্যা ছিল। রবিবার দু’দেশের দ্বৈরথ সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়ে নতুন নজির গড়েছে।

শুধু অ্যাপে নয়, বড় পর্দার সামনেও ক্রিকেটপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন। দেশের ৫১টি শহরের ১২২টি মাল্টিপ্লেক্সে ভারত-পাকিস্তান ম্যাচ দেখানোর ব্যবস্থা পিভিআর। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব কুমার বিজলি বলেছেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মানুষের উৎসাহ না দেখলে বিশ্বাস করা কঠিন। মাঠের মতোই পরিবেশ ছিল আমাদের মাল্টিপ্লেক্সগুলোয়। ব়়ড় পর্দায় খেলা দেখে সকলেই উচ্ছ্বসিত। নতুন অভিজ্ঞতা হল ক্রিকেটপ্রেমীদের।’’

আইনক্স দেশের ৯০টির বেশি মাল্টিপ্লেক্সে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখিয়েছে। সংস্থা সিইও অলোক ট্যান্ডন বলেছেন, ‘‘৯০টির বেশি সিনেমা হলে আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখিয়েছি। কোনও হলেই আসন ফাঁকা ছিল না। কোনও ব্লক বাস্টার সিনেমাতেও দর্শকদের এমন উৎসাহ দেখা যায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE