Advertisement
২৫ এপ্রিল ২০২৪
T20 World Cup 2022

বৃষ্টিতে বাতিল ম্যাচ, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের দেশকেই ধুয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ

এমসিজির কাছেই রয়েছে ৫৩ হাজার দর্শকাসনের ছাদ-সহ ডকল্যান্ডস স্টেডিয়াম। সেখানে হয় বিগ ব্যাশ লিগের খেলা। কেন সেই স্টেডিয়াম ব্যবহার করা হচ্ছে না? প্রশ্ন অস্ট্রেলিয়া কোচের।

বৃষ্টির জন্য খেলা না হওয়ায় হতাশ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

বৃষ্টির জন্য খেলা না হওয়ায় হতাশ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ২১:১১
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির জন্য বাতিল হয়েছে চারটি ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হচ্ছে দলগুলি। তাতে বদলে যাচ্ছে সেমিফাইনালে ওঠার সমীকরণ। শুরু হয়েছে সমালোচনা। এ বার আয়োজকদের বিরুদ্ধে সুর চড়ালেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অর্থাৎ, ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ম্যাকডোনাল্ড। বৃষ্টির মরসুমে কেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ আয়োজন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘জানি সকলেই মেলবোর্নে খেলতে পছন্দ করে। আবহাওয়া সম্পর্কে কেউ নিশ্চয়তা দিতে পারে না। ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হলে মাঠে প্রচুর দর্শক হবে, তাও জানা বিষয়। এ রকম ম্যাচ হওয়ার জন্য মেলবোর্নের থেকে ভাল স্টেডিয়াম সম্ভবত নেই। কিন্তু ম্যাচটা নিশ্চিত ভাবে আয়োজন করতে চাইলে অন্যরকম ভাবা দরকার। এমন স্টেডিয়ামে ম্যাচ রাখা দরকার যেখানে ছাদ রয়েছে। আরে কিছুটা দূরেই তো আরও একটা স্টেডিয়াম রয়েছে। ডকল্যান্ডস স্টেডিয়াম। কিন্তু সেটা কাজে লাগানো হয় না। তা হলে এরকম স্টেডিয়াম তৈরি করে লাভ কী? অথচ বিগ ব্যাশের ম্যাচ কিন্তু ডকল্যান্ডস স্টেডিয়ামে হয়।’’

পয়েন্ট হারিয়ে বেজায় চটেছেন অস্ট্রেলিয়ার কোচ। এখানেই থামেননি তিনি। ম্যাকডোনাল্ড আরও বলেছেন, ‘‘এটা অত্যন্ত হতাশজনক। গ্রীষ্মের আগে বছরের এই সময় প্রতি বছরই বৃষ্টি হয়। যে কোনও সময়ই বৃষ্টির সম্ভাবনা থাকে। তাও এই ব্যবস্থা দুর্ভাগ্যজনক। কিছুটা দূরেই একটা ছাদ-সহ স্টেডিয়াম রয়েছে। তাই এটা আরও বেশি হতাশার। সেখানে ভালই ক্রিকেট খেলা যায়। আরও বেশি ক্রিকেট হওয়ার সুযোগ তো ছিল।’’

বাকি ম্যাচগুলি জিতেই সেমিফাইনালে উঠতে চেয়েছিলেন ম্যাকডোনাল্ড। বলেছেন, ‘‘আমি খেলতে চাই। ৫ ওভারের ম্যাচ হোক বা ২০ ওভারের। আমার মনে হয়, আমরা মাঠে নামার জন্য প্রস্তুত। আমরা খেলার জন্যই প্রস্তুতি নিই। জানি সম্প্রতি ইংল্যান্ড আমাদের একটু ভুগিয়েছে। আমরা প্রস্তুত ছিলাম জবাব দেওয়ার জন্য।’’

শুক্রবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হওয়ায় বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজ়িল্যান্ডের পয়েন্ট সাত করে হলে নেট রান রেটের বিচারে ছিটকে যেতে পারে গত বারের চ্যাম্পিয়নরা। কারণ প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারায় নেট রান রেটের বিচারে অনেকটাই পিছিয়ে রয়েছেন অ্যারন ফিঞ্চরা। তাতেই মেজাজ বিগড়েছে অস্ট্রেলিয়ার কোচের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE