Advertisement
E-Paper

ইডেনে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ৭ লজ্জার নজির গড়ল ভারত

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৪ রান তাড়া করতে নেমে ৩০ রানে হেরেছে ভারত। এই হারের পর সাতটি লজ্জার নজির গড়েছে ভারতীয় দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৬:১১
cricket

ইডেনে দ্বিতীয় ইনিংসে আউট হয়ে সাজঘরে ফেরার পথে ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

ইডেন গার্ডেন্সে ব্যর্থ ভারতের ব্যাটিং। চতুর্থ ইনিংসে ১২৪ রান তাড়া করতে নেমে ৯৩ রানে অল আউট হয়ে গিয়েছে তারা। তিন দিনের মধ্যে টেস্ট হেরেছে ভারত। ৩০ রানে হারের পর সাতটি লজ্জার নজির গড়েছে ভারতীয় দল।

ভারতের লজ্জার নজির:

১) চতুর্থ ইনিংস সর্বনিম্ন স্কোর— দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৬ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ১০০ রানে অল আউট হয়েছিল ভারত। সেই রেকর্ড এ দিন ভেঙে গেল।

২) সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়— এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়। এর আগে ১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৭ রান ডিফেন্ড করেছিল তারা। ইডেনে ভারতের বিরুদ্ধে ১২৪ রান ডিফেন্ড করলেন টেম্বা বাভুমারা। ফলে লজ্জার নজির হল ভারতের।

৩) ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া হার— ইডেনে ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। দু’টি হেরেছে তারা। দু’টি জিতেছে। ১৯৯৬ সালে ভারতকে ৩২৯ রান হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৪ ও ২০১০ সালে হেরেছিল তারা। এ বার আবার জিতল। বোঝা যাচ্ছে, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখাতে পারে না ভারত।

৪) ভারতের বিরুদ্ধে প্রোটিয়া স্পিনারের সেরা বোলিং— ইডেনে দুই ইনিংস মিলিয়ে সাইমন হারমার ২৯.২ ওভার বল করেছেন। ৫১ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। ভারতের মাটিতে টেস্টে এটি দক্ষিণ আফ্রিকার কোনও স্পিনারের সেরা বোলিং। এর আগে ১৯৯৬ সালে পল অ্যাডামস দুই ইনিংস মিলিয়ে ১৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। অ্যাডামসকে ছাপিয়ে গিয়েছেন হারমার।

৫) সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে হার— সব মিলিয়ে টেস্টে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে হার। ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বার্বাডোজ়ে ১২০ রান তাড়া করতে পারেনি ভারত। দেশের মাটিতে এটিই ভারতের সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে হার।

৬) সফরকারী দল হিসেবে ভারতের মাটিতে সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয়— ভারতের মাটিতে এর আগে কোনও সফরকারী দল টেস্টে এত কম রান ডিফেন্ড করতে পারেনি। ভারতের মাটিতে এই রেকর্ড ভারতেরই ছিল। মুম্বইয়ের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৭ রান ডিফেন্ড করেছিল ভারত। এ বার নিজেরাও লজ্জার নজির গড়ল।

৭) ‘সেনা’ দেশের বিরুদ্ধে ঘরের মাটিতে টানা ৪ হার— সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ়ে খারাপ খেললেও দেশের মাটিতে ভারতের রেকর্ড ভাল ছিল। কিন্তু গৌতম গম্ভীর জমানায় তা-ও খারাপ হয়েছে। এর আগে নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্টে চুনকাম হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার কাছেও এক ম্য়াচ হারল তারা। অর্থাৎ, সেনা দেশের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ চারটি টেস্টের চারটিতেই হেরেছে ভারত।

India vs South Africa 2025 India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy