অহমদাবাদে ভারতীয় দলে যে বদল হবে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। তবে কতগুলি বদল হবে তা জানা ছিল না। টসের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, দলে তিন বদল হয়েছে। খেলছেন না শুভমন গিল, কুলদীপ যাদব ও হর্ষিত রানা। বদলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর ও জসপ্রীত বুমরাহ।
টস হারায় অহমদাবাদে প্রথমে ব্যাট করতে হচ্ছে ভারতকে। কারা খেলছেন সে কথা জানাতে গিয়ে শুভমন বলেন, “দলে তিনটে বদল হয়েছে। হর্ষিতের জায়গায় বুমরাহ এসেছে। কুলদীপের বদলে ওয়াশিংটন দলে ঢুকেছে। লখনউয়ে পায়ে চোট পেয়েছিল শুভমন। তাই ও খেলছে না। ওর বদলে সঞ্জু এসেছে।”
শুভমন দলের সঙ্গে অহমদাবাদে এলেও তাঁর খেলার সম্ভাবনা যে প্রায় নেই, তা আগেই জানা গিয়েছিল। বোর্ডের এক আধিকারিক জানিয়েছিলেন, শুভমনকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না। কারণ, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে দরকার হবে সহ-অধিনায়ককে। সেটাই দেখা গেল। শুভমনকে বিশ্রাম দেওয়া হল।
আরও পড়ুন:
পারিবারিক কারণ তৃতীয় ম্যাচের আগে দল ছেড়ে বাড়ি ফিরেছিলেন বুমরাহ। ফলে সেই ম্যাচে খেলেছিলেন হর্ষিত। বুমরাহ ফিরতেই তাঁকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন হর্ষিত। অক্ষর পটেলও এই সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। তিনি না থাকায় এক অলরাউন্ডারের প্রয়োজন হয়েছে। সেই কারণেই ওয়াশিংটনকে খেলাচ্ছেন গম্ভীর। বাইরে বসতে হয়েছে কুলদীপকে।
অহমদাবাদে ভারতের প্রথম একাদশ— অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ ও জসপ্রীত বুমরাহ।