প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ভারতের প্রথম একাদশে জায়গা পাননি। তবু নজর কাড়লেন তিলক বর্মা। ফিল্ডিং করতে নেমে এডেন মার্করামের মারা নিশ্চিত ছয় আটকে দিলেন। তিলকের দুরন্ত ফিল্ডিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২০তম ওভারের। কুলদীপ যাদবের চতুর্থ বলটি লং অনে তুলে মারেন মার্করাম। বেশ উঁচু দিয়েই বাউন্ডারি লাইন পেরিয়ে যাচ্ছিল বল। সেখানে ফিল্ডার ছিলেন তিলক। বলের নাগাল পাওয়া নিশ্চিত নয় বুঝেও মরিয়া চেষ্টা করেন ২৩ বছরের ক্রিকেটার। বল বাউন্ডারি লাইন পেরিয়ে যাওয়ার পর শরীর ছুড়ে নাগাল পান। ক্যাচ ধরলেও তিলকের শরীর তখন পুরোপুরি বাউন্ডারি লাইনের বাইরে। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে মাটিতে শরীর স্পর্শ হওয়ার আগে বলটি মাঠের ভিতর ছুড়ে দেন তিলক।
অন্য দিকে, ২২ গজে থাকা মার্করাম এবং টেম্বা বাভুমা ধরেই নিয়েছিলেন ছয় হচ্ছে। তাই তাঁরা খুচরো ১ রান নেওয়ার পর দাঁড়িয়ে পড়েন। তিলক ছক্কা বাঁচিয়ে দেওয়ার পরও তাঁরা সম্ভবত ভেবেছিলেন ৬ রান হবে। তাই আর দৌড়োননি। কিন্তু কয়েক বার টেলিভিশন রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, ছয় হয়নি। তিলক শূন্য থাকা অবস্থাতেই বল মাঠের ভিতর পাঠিয়ে দিয়েছেন। তাই ১ রান।
আরও পড়ুন:
তিলক যে জায়গায় দুরন্ত ফিল্ডিং করে ৫ বাঁচালেন, ঠিক সেই জায়গাতেই কিছুক্ষণ আগে ফিল্ডার ছিলেন যশস্বী জয়সওয়াল। তিনি একই ভাবে মারা মার্করামের একটি শট আটকানোর তেমন চেষ্টাই করেননি। ছয় হয়ে যায়। অথচ সেই শটটিতে সহজ ক্যাচ ধরার সুযোগ ছিল। ধারাভাষ্যকারেরাও বলেন, প্রথম বারও তিলক ফিল্ডার থাকলে ভারত সুবিধাজনক জায়গায় থাকতে পারত।