সৈয়দ মুস্তাক আলি ট্রফির দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বৈভব সূর্যবংশী। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৩ রানে আউট হয়ে গেল কিশোর ব্যাটার। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মার ব্যাটেও রান নেই। তবে জ্বলে উঠলেন ‘অবাধ্য’ পৃথ্বী শয়ের ব্যাট।
চণ্ডীগড়ের বিরুদ্ধে ৪ বলে ১৪ রান করে আউট হয়েছিল বৈভব। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বেশি সময় ২২ গজে থেকেও করল ১৩ রান। ইডেন গার্ডেন্সের ২২ গজে রান পাচ্ছে না বিহারের সহ-অধিনায়ক। শুক্রবার বৈভবের ন’বলের ইনিংসে রয়েছে ১টি চার এবং ১টি ছয়। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচেও প্রত্যাশিত ফর্মে পাওয়া গেল না বৈভবকে।
ব্যাট হাতে ব্যর্থ পঞ্জাব অধিনায়ক অভিষেকও। হরিয়ানার বিরুদ্ধে ৫ বলে ৬ রান করলেন টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার। বোল্ড হলেন অনশুল কম্বোজের বলে। গত বুধবার হিমাচল প্রদেশের বিরুদ্ধে অভিষেক আউট হয়েছিলেন ৪ রান করে। সুপার ওভারে হরিয়ানার কাছে হেরে গিয়েছে অভিষেকের পঞ্জাব।
ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বৈভব, অভিষেকরা ছিলেন আকর্ষণের কেন্দ্রে। কিন্তু প্রতিযোগিতার প্রথম দু’টি ম্যাচে দু’জনেই হতাশ করলেন। তবে সাফল্য পেয়েছেন পৃথ্বী। গত দু’মরসুম নানা বিতর্কে জড়ানো ব্যাটার হায়দরাবাদের বিরুদ্ধে খেললেন ৬৬ রানের ইনিংস। ওপেন করতে নেমে ৩৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৯টি চার এবং ৩টি ছয় দিয়ে। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ম্যাচে অবশ্য রান পাননি মহারাষ্ট্রের অধিনায়ক। শুক্রবার তাঁকে দেখা গিয়েছে চেনা ফর্মে। তাঁর দলও হায়দরাবাদকে হারিয়েছে ৮ উইকেটে।