বিরাট কোহলি তখন বিশাল ভারতী পাবলিক স্কুলের ছাত্র। ক্রিকেট এবং পড়াশোনা একসঙ্গে সামলানোর চেষ্টা করছেন। সেই সময় তাঁর শিক্ষিকা ছিলেন বিভা সচদেব। তিনি জানালেন, ছোটবেলা থেকেই সচিন তেন্ডুলকর হতে চাইতেন কোহলি।
বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কোহলি। বহু রেকর্ড তাঁর নামে। আইপিএলেও সবচেয়ে বেশি রান করার তালিকায় শীর্ষে কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার তালিকায় তিনি তিন নম্বরে। বিভা বলেন, “কোহলির চোখ-মুখ কথা বলত। স্কুলের সব ধরনের কাজে ও যোগদান করত। খুব উৎসাহী ছিল সব বিষয়ে। বলত, ‘ম্যাম, আমি ভারতীয় দলের পরবর্তী সচিন তেন্ডুলকর হব।’ মাঝেমধ্যেই এটা বলত ও। সেই সময় ওইটুকু ছেলের আত্মবিশ্বাস দেখে আমরা হাসতাম।”
আরও পড়ুন:
শুধু ক্রিকেট নয়, পড়াশোনাতেও দক্ষ ছিলেন কোহলি। বিভা বলেন, “পরীক্ষায় খুব ভাল ফল করত। সাধারণের চেয়ে ভাল মানের ছাত্র ছিল কোহলি। একমাত্র ক্রিকেট প্রস্তুতির জন্য কখনও কখনও ফল খারাপ হত। অনুশীলন থেকে বাড়ি ফিরে পড়াশোনা করত। কোহলিই আমাদের সেই কথা বলত। খেলা এবং পড়াশোনা, দুটোতেই ভাল ফল করতে চাইত ও। আমরা সাহায্যও করতাম কোহলিকে।”
এ বারের আইপিএলে খুব ভাল ফর্মে রয়েছেন কোহলি। ১১ ম্যাচে ৫০৫ রান করেছেন। কমলা টুপি পাওয়ার দৌড়ে রয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে চারটি ট্রফি জিতেছেন কোহলি। এক দিনের বিশ্বকাপ (২০১১), টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪) এবং দু’বার চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩ এবং ২০২৫) জিতেছেন। এখনও পর্যন্ত আইপিএল জেতা হয়নি কোহলির। সেই লক্ষ্যেই এ বারে খেলছেন তিনি।