Advertisement
E-Paper

অবসর নিতে বাধ্য করেছিলেন ধোনি! পাশে পেয়েছিলেন সচিনকে, ১০ বছর পর অভিযোগ সহবাগের

একটা সময় মহেন্দ্র সিংহ ধোনির সহ-অধিনায়ক ছিলেন বীরেন্দ্র সহবাগ। তবু তাঁর অভিযোগ এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে ধোনি তাঁকে বাধ্য করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১৭:৪৬
Picture of Virender Sehwag

বীরেন্দ্র সহবাগ। —ফাইল চিত্র।

অবসরের ১০ বছর পর মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বীরেন্দ্র সহবাগ। ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটারের অভিযোগ, এক দিনের ক্রিকেট থেকে তাঁকে অবসর নিতে বাধ্য করেছিলেন মাহি। সচিন তেন্ডুলকর পাশে না থাকলে কয়েক বছর আগে খেলা ছাড়তে হত তাঁকে।

এক সাক্ষাৎকারে এক দিনের ক্রিকেট থেকে অবসরের কথা বলেছেন সহবাগ। তিনি বলেছেন, ‘‘২০০৭-০৮ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের প্রথম তিনটে ম্যাচ খেলেছিলাম। তার পর ধোনি আমাকে বাদ দিয়ে দেয়। তার পর বেশ কয়েকটা ম্যাচে আমাকে খেলানো হয়নি। একটা সময় মনে হল, আমাকে বোধহয় আর প্রথম একাদশে রাখা হবে না। ওই পরিস্থিতির পর আর এক দিনের ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনও অর্থ খুঁজে পাইনি।’’

সহবাগ আরও বলেছেন, ‘‘আমি সচিন তেন্ডুলকরের কাছে গিয়েছিলাম। বলেছিলাম, এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছি। সচিন আমাকে বলে, ‘এক দম না। আমিও ১৯৯৯-২০০০ মরসুমে এ রকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। তখন আমারও মনে হত, ক্রিকেট ছেড়ে দিই। খারাপ সময়টা যেমন এসেছিল, তেমন চলেও গিয়েছিল। তোরও একটা কঠিন সময় যাচ্ছে। কেটে যাবে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিবি না। নিজেকে সময় দে। দু’একটা সিরিজ় দেখ না। তার পর সিদ্ধান্ত নিস।’ পরের সিরিজ়ে আবার সুযোগ পেয়েছিলাম। প্রচুর রান করেছিলাম। ফলে বিশ্বকাপ খেলার সুযোগ পাই। বিশ্বকাপজয়ী দলের সদস্য হই।’’

২০০৮ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ়ে ফর্মে ছিলেন না সহবাগ। পাঁচটা ম্যাচ খেলে করেন ৮১ রান। ওই সিরিজ়ে ১০টা ম্যাচে গৌতম গম্ভীর করেছিলেন ৪৪০ রান। সচিন করেছিলেন ৩৯৯ রান। দলে প্রত্যাবর্তনের পর সহবাগ ২০১২ পর্যন্ত খেলেছিলেন। ধোনির সহ-অধিনায়কও হয়েছিলেন। পরে আবার জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে খেলেন। জাতীয় দলে ফেরার পর ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

MS Dhoni Virender Sehwag Sachin Tendulkar ODI retirement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy