Advertisement
E-Paper

অস্ট্রেলিয়ার কাছে হেরে আম্পায়ারদের তুলোধনা করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক, ‘ওঁদের কড়া শাস্তি দরকার’

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ইনিংসে ১৫৯ রানে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ম্যাচের পর আম্পায়ারদের প্রতি ক্ষোভে ফেটে পড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ়‌। একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৯:০০
cricket

আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ইনিংসে ১৫৯ রানে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ম্যাচের পর আম্পায়ারদের উপর ক্ষোভে ফেটে পড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ়‌। একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কথা তুলে ধরে আম্পায়ারদের পারফরম্যান্সকে ‘হৃদয় ভেঙে দেওয়া’ এবং ‘হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন তিনি। তাঁর প্রশ্ন, আম্পায়ারদের ভুল হলে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না?

ওয়েস্ট ইন্ডিজ়‌ের ক্ষোভের কেন্দ্রে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। তাঁর অন্তত ছ’টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চেজ়ের ব্যাটিংয়ের সময় দু’বার ৫০-৫০ পরিস্থিতি তৈরি হয়েছিল। এক বার বেঁচে গেলেও দ্বিতীয় বার আউট দেওয়া হয়। তবে প্রথম ইনিংসে শাই হোপের আউটকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারে ক্যাচ নিলেও রিপ্লেতে দেখা গিয়েছে বল তাঁর ব্যাটে নয়, সম্ভবত ঘাসে লেগেছিল।

চেজ়‌ বলেন, “হতাশাজনক সিদ্ধান্ত। ক্রিকেটার হিসাবে আমরা গন্ডগোল করলে বা নিজেদের গন্ডির বাইরে বেরিয়ে আচরণ করলে কঠোর শাস্তি দেওয়া হয়। কিন্তু ম্যাচ আধিকারিকদের কিছুই করা হয় না। ওঁরা ভুল বা বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার পরেও ওঁদের জীবনে কোনও পরিবর্তন হয় না।”

চেজ়ের সংযোজন, “আপনারা ক্রিকেটারদের কেরিয়ারের কথা বলেন। একটা খারাপ সিদ্ধান্ত একজন ক্রিকেটারের জীবন শেষ করে দিতে পারে। আমার মনে হয় ক্রিকেটারেরা ভুল করলে তাদের যেমন শাস্তি দেওয়া হয়, তেমনই আম্পায়ারদের জন্যও শাস্তির বিধান থাকুক, যদি তাঁরা খারাপ কোনও সিদ্ধান্ত নেন।”

চেজ়ের অভিযোগ, হোপকে আউট দেওয়া হলেও একই কাজ করে পার পেয়ে যান অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। চেজ়‌ বলেছেন, “আমি আর হোপ ভালই এগোচ্ছিলাম তখন। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে দু’জনকেই আউট হতে হল। বড় রানের লিড পাওয়া থেকে বঞ্চিত হলাম আমরা।”

Roston Chase Third Umpire West Indies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy