Advertisement
০২ মে ২০২৪
IPL 2024

আইপিএলের নিলাম ১৯ ডিসেম্বর, কোন দল হাতে কত টাকা নিয়ে নামছে?

আইপিএল শুরু হতে এখনও ঢের দেরি। মিনি নিলামেরও বাকি প্রায় মাস খানেক। তার আগে রবিবার ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার পর কোন দলের হাতে কত টাকা থাকছে?

cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ০৯:৩৬
Share: Save:

আইপিএল শুরু হতে এখনও ঢের দেরি। মিনি নিলামেরও বাকি প্রায় মাস খানেক। তার আগে রবিবার হঠাৎই আইপিএল নিয়ে শোরগোল। মিনি নিলামের আগে এ দিনই ছিল ক্রিকেটারদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন। প্রতিটি দলই একাধিক ক্রিকেটারকে ছেড়েছে। ফলে নিলামের আগে দলগুলির হাতে অনেক টাকাও চলে এসেছে।

নিলামে সবচেয়ে বেশি লাভবান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। তারা ছেড়ে দিয়েছে ওয়ানিন্দু হাসরঙ্গ, জশ হেজ়লউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি ও ওয়েন পার্নেল, হর্ষল পটেল, সোনু যাদব, অবিনাশ সিংহ, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদবকে। ফলে নিলামে আরসিবি-র হাতে থাকবে ৪০.৭৫ কোটি টাকা।

এর পরেই থাকছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নামবে ৩৪ কোটি টাকা নিয়ে। তারা নিলামের আগে ছেড়েছে হ্যারি ব্রুক, আকিল হোসেন ও আদিল রশিদ, সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী ও বিভ্রান্ত শর্মাকে। এর মধ্যে ব্রুককে ছেড়েই ১৩.২৫ কোটি টাকা ফিরে পেয়েছে তারা।

নিলামে তৃতীয় দল হিসাবে সবচেয়ে বেশি টাকা থাকবে কলকাতা নাইট রাইডার্সের হাতে। তারা নামবে ৩২.৭ কোটি টাকা নিয়ে। কলকাতা ছেড়ে দিয়েছে শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজে, টিম সাউদি ও জনসন চার্লস, আর্য দেশাই, নারায়ন জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন ও উমেশ যাদবকে। শার্দূল এবং ফার্গুসনকে ছেড়ে প্রায় ২১ কোটি টাকা এসেছে কলকাতার ঘরে।

মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস তালিকায় চার নম্বরে। তাদের হাতে থাকছে ৩১.৪ কোটি টাকা। সিএসকে ছেড়েছে বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, কাইল জেমিসন ও সিসান্দা মাগালা, অম্বাতি রায়ডু, ভগৎ বর্মা, শুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিংহকে।

পঞ্জাবের হাতে থাকবে ২৯.১ কোটি টাকা। দিল্লি ডেয়ারডেভিলসের হাতে থাকবে ২৮.৯৫ কোটি টাকা। গুজরাত টাইটান্সের হাতে থাকবে ২৩.১৫ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ান্সের হাতে থাকবে ১৫.২৫ কোটি টাকা। রাজস্থানের হাতে রয়েছে ১৪.৫০ কোটি টাকা। সবচেয়ে কম টাকা থাকছে লখনউ সুপার জায়ান্টসের হাতে। তাদের থাকছে ১৩.১৫ কোটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2024 Purse CSK KKR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE