বুধবার রাতেই প্রকাশ্যে এসেছে অর্জুন তেন্ডুলকরের বাগ্দানের খবর। ব্যবসায়ী পরিবারের মেয়ে সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্দান সেরেছেন সচিন তেন্ডুলকরের ছেলে। ব্যক্তিগত অনুষ্ঠানে হাজির ছিলেন শুধু দুই পরিবারের লোকজনই। তবে কাকে বিয়ে করছেন অর্জুন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
সানিয়ার সম্পর্কে বিশেষ তথ্য কোথাওই পাওয়া যাচ্ছে না। নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি তিনি। ঘাই পরিবারের খাবার এবং হোটেলের ব্যবসা রয়েছে। এ ছাড়া দুটো নামী আইসক্রিম সংস্থার মালিক তিনি। তবে সানিয়ার বাবা গৌরবের সঙ্গে রবি ঘাইয়ের সম্পর্ক খুব একটা ভাল নয় বলেই জানা গিয়েছে।
সানিয়া পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এর পর তিনি লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ২০২০-তে পাশ করার পর দেশে ফিরে এসে নিজের ব্যবসা শুরু করেন। সানিয়া নিজে পশুপ্রেমী। মুম্বইয়ের মানুষদের মধ্যে পোষ্যের জনপ্রিয়তা দেখে ‘মিস্টার পজ় পেট স্পা অ্যান্ড স্টোর’ খোলেন। এখানে পোষ্যদের যত্ন নেওয়া এবং খেয়াল রাখার কাজ করা হয়। তবে এখনও পর্যন্ত বিশেষ লাভের মুখ দেখেননি।
আরও পড়ুন:
মুম্বইয়ের হয়ে অর্জুনের ক্রিকেটজীবন শুরু হয় ২০২০-২১ সালে। হরিয়ানার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। তার আগে মুম্বইয়ের হয়ে জুনিয়র বিভাগেও খেলেছেন। তবে সিনিয়র দলে জায়গা না মেলায় ২০২২-২৩ মরসুমে তিনি গোয়ায় চলে যান। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়। লাল বলের ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৩২ রান করেছেন অর্জুন। একটা শতরান এবং দুটো অর্ধশতরান রয়েছে। ৩৭টা উইকেটও রয়েছে।