বর্ণবৈষম্যের বিতর্কের জেরে তোলপাড় ইংল্যান্ডের ক্রিকেট। অভিযুক্ত মাইকেল ভন-সহ অনেক প্রাক্তন ক্রিকেটার ও কর্তা। শাস্তির মুখে ইংল্যান্ডের ঐতিহ্যশালী কাউন্টি ইয়র্কশায়ার। কাউন্টির প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তাদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ ওঠায় তারা আপাতত আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পারবে না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-এর তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হেডিংলে-তে কোনও আন্তর্জাতিক ম্যাচ হবে না। এই কাউন্টিতে খেলেছেন ক্রিকেটের দুই খ্যাতনামী জিওফ্রে বয়কট ও সচিন তেন্ডুলকর। এখানেই খেলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট। সেই ক্লাবেই এ বার লেগে গেল বর্ণবিদ্বেষের কালিমা।
ইসিবি-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক যে অভিযোগ করেছিলেন তা সামাল দিতে ব্যর্থ হয়েছে ম্যানেজমেন্ট। এই ঘটনা ইংল্যান্ড ক্রিকেট, সর্বোপরি খেলার সম্মানহানি করেছে। তাই ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইসিবি।’ অভিযোগ ওঠার পরে ক্লাবের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে দলের স্পনসর নাইকি। ফলে আর্থিক ধাক্কার সম্মুখীন ক্লাব।