Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Fastest Triple Centuries

টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেছেন যে সব ব্যাটসম্যানরা

অভিষেক টেস্ট সিরিজেই বাজিমাত করুণ নায়ারের। সহবাগের পর প্রায় ১৩ বছর কোনও ভারতীয় ক্রিকেটার তিনশোর ক্লাবে ছিলেন না। এতে নাকি একাকী লাগছিল বীরেন্দ্র সহবাগেরও। এবার সেই ক্লাবে করুণ নায়ারকে পেয়ে বেশ খুশি সহবাগ। টুইটারে এমনই প্রতিক্রিয়া দেন তিনি। করুণ নায়ারের নট আউট ৩০৩ রানের সৌজন্যে বেশ কয়েকটি রেকর্ডও গড়ে ফেলে ভারত।

দ্রুততম ট্রিপল সেঞ্চুরি যাঁদের

দ্রুততম ট্রিপল সেঞ্চুরি যাঁদের

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৩
Share: Save:

অভিষেক টেস্ট সিরিজেই বাজিমাত করুণ নায়ারের। সহবাগের পর প্রায় ১৩ বছর কোনও ভারতীয় ক্রিকেটার তিনশোর ক্লাবে ছিলেন না। এতে নাকি একাকী লাগছিল বীরেন্দ্র সহবাগেরও। এবার সেই ক্লাবে করুণ নায়ারকে পেয়ে বেশ খুশি সহবাগ। টুইটারে এমনই প্রতিক্রিয়া দেন তিনি। করুণ নায়ারের নট আউট ৩০৩ রানের সৌজন্যে বেশ কয়েকটি রেকর্ডও গড়ে ফেলে ভারত। ইংরেজদের প্রায় হোয়াইটওয়াশ করে টানা আঠারোটা টেস্টে অপরাজিত থাকার রেকর্ড করে ফেলেছে কোহালির ভারত। ঠিক তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ৭৫৯ রান করে নিজেদের সর্বোচ্চ স্কোর তৈরি করে ফেলেছে ভারত। ৩২টি চার এবং চারটি ছয় মেরে অপরাজিত ৩০৩ রানের ইনিংস খেলেন তিনি। গ্যারি সোবার্স (৩৬৫), বব সিম্পসন (৩১১)এর পরই তৃতীয় ক্রিকেটার হিসাবে অভিষেক সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে নিয়ে গেলেন তিনি। এছাড়াও দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে চলে এলেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক, দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকা।

আরও পড়ুন- টানা ১৮ টেস্ট অপরাজিত থাকার রেকর্ড বিরাট বাহিনীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE