Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রিয় বন্ধুকে রিয়াল না ছাড়ার আবেদন করলেন রোনাল্ডো

মেসুট ওজিল থেকে অ্যাঞ্জেল দি’মারিয়া, গত কয়েক বছরে দলবদলের বাজারে অনেক সতীর্থকে হারিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার কি সেই তালিকায় যোগ হতে চলেছেন সিআর সেভেনের আর এক প্রিয় বন্ধু সের্জিও র‌্যামোস? শোনা যাচ্ছে, রোনাল্ডোর পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নাকি প্রস্তাব দিতে চলেছে রিয়াল মাদ্রিদের র‌্যামোসের জন্য। ছোটখাটো কোনও প্রস্তাব নয়। একেবারে ৬৫ মিলিয়ন পাউন্ড নিয়ে হাজির হবে ম্যান ইউ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:১৫
Share: Save:

মেসুট ওজিল থেকে অ্যাঞ্জেল দি’মারিয়া, গত কয়েক বছরে দলবদলের বাজারে অনেক সতীর্থকে হারিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার কি সেই তালিকায় যোগ হতে চলেছেন সিআর সেভেনের আর এক প্রিয় বন্ধু সের্জিও র‌্যামোস?
শোনা যাচ্ছে, রোনাল্ডোর পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নাকি প্রস্তাব দিতে চলেছে রিয়াল মাদ্রিদের র‌্যামোসের জন্য। ছোটখাটো কোনও প্রস্তাব নয়। একেবারে ৬৫ মিলিয়ন পাউন্ড নিয়ে হাজির হবে ম্যান ইউ। দলের আর এক প্রধান ফুটবলারকে খোয়ানোর ভয়ে আগাম ‘এজেন্টের’ কাজ শুরু করে দিলেন সিআর সেভেন। ব্যক্তিগত ভাবে র‌্যামোসকে ফোন করে আবেদন জানালেন রিয়াল মাদ্রিদ না ছাড়ার জন্য। মরসুম শেষে এখন ছুটি কাটাতে ব্যস্ত বিশ্বফুটবলের তারকারা। ছুটির মধ্যেও রোনাল্ডো প্রমাণ করলেন কেন তিনি রিয়ালের জন্য মাঠের বাইরেও অপরিহার্য। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, মায়ামিতে ছুটি কাটাচ্ছিলেন র‌্যামোস। হঠাত্ই তাঁকে ফোন করেন রোনাল্ডো। এবং বলেন, ‘‘তুমি কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। রিয়াল ছেড়ে যেও না।’’ তবে রিয়ালের সঙ্গে র‌্যামোসের সম্পর্ক এখন এতটাই খারাপ যে রোনাল্ডোর আবেদনও হয়তো খারিজ করে দিতে পারেন র‌্যামোস।
রিয়াল-র‌্যামোস দ্বন্দ্বের পিছনে আসল কারণ স্প্যানিশ ডিফেন্ডারের সাপ্তাহিক বেতন। বিশ্বকাপজয়ী র‌্যামোসের মতে, এত দিন রিয়ালের হয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলেও তিনি ভাল অঙ্কের চুক্তি পাননি। তার উপরে আবার ম্যাঞ্চেস্টারের গোলকিপার ডেভিড দি জিয়াকে চায় রিয়াল। আর দি জিয়াকে সই করাতে হলে তাঁর বদলে র‌্যামোসকে ছেড়ে দিতে হবে রিয়ালকে।

অন্য দিকে আবার জুভেন্তাস তারকা পল পোগবাকে নিয়ে বার্সেলোনা ও ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। বার্সেলোনা অনেক অঙ্কের প্রস্তাব তৈরি করলেও হয়তো ম্যান সিটিতেই আসবেন ফরাসি তারকা। এ দিকে, কোপা আমেরিকায় সে রকম প্রভাব না ফেলতে পারলেও চেলসিতেই সই করতে চলেছেন রাদামেল ফালকাও। দিদিয়ের দ্রোগবার পরিবর্ত হিসাবে আনা হচ্ছে তাঁকে। পাশাপাশি কলম্বিয়ার আর এক তারকা জ্যাকসন মার্টিনেজ জানিয়ে দিচ্ছেন তিনি নাকি আটলেটিকো মাদ্রিদে সই করবেন।

চেলসিতে এগারো বছর খেলে আবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আর্সেনালে সই করতে চলেছেন গোলকিপার পের চেক। শুক্রবার মেডিক্যাল পরীক্ষা করেন চেক। আর কিছু দিনের মধ্যেই হয়তো সরকারি ভাবে ঘোষণা করবে আর্সেনাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE