Advertisement
২৯ নভেম্বর ২০২৩
Cricket

ফের তোপ দাগলেন কানেরিয়া

কানেরিয়ার প্রশ্ন, গড়াপেটায় যুক্ত বাকিদের শাস্তির মেয়াদ কমানো হচ্ছে কিন্তু তাঁর কেন জুটছে উপেক্ষা?

নির্বাসিত লেগস্পিনার দানিশ কানেরিয়া।

নির্বাসিত লেগস্পিনার দানিশ কানেরিয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২০ ০৫:২৩
Share: Save:

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য করে ফের বিস্ফোরক মন্তব্য করলেন নির্বাসিত লেগস্পিনার দানিশ কানেরিয়া। বললেন, ‍‘‍‘অন্য ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড সব সময়ে ভাল ব্যবহারই করে থাকে। কিন্তু আমাকে দূরে সরিয়ে রাখে।’’ স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আজীবন নির্বাসিত হন পাকিস্তানের লেগস্পিনার। অনিল দলপতের পরে পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটার কানেরিয়া বলছেন, ‍‘‍‘অতীতে আমার ধর্মের প্রসঙ্গ তোলায় অনেকে সমালোচনা করেছেন। কিন্তু তাঁরা ভুল বুঝেছেন। আমি কোনও ধর্মীয় তাস ব্যবহার করতে চাই না। শুধু পাক ক্রিকেট বোর্ডের দ্বিচারিতা নিয়েই আলোকপাত করতে চেয়েছি।’’ কানেরিয়ার প্রশ্ন, গড়াপেটায় যুক্ত বাকিদের শাস্তির মেয়াদ কমানো হচ্ছে কিন্তু তাঁর কেন জুটছে উপেক্ষা? মহম্মদ আমির, উমর আকমলদের উদাহরণ টানছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE