Advertisement
১৯ মে ২০২৪

ডাইভিং বিতর্কে ওয়েলবেক, পাশে দাঁড়াচ্ছেন ওয়েঙ্গার

ইউরোপা লিগে এসি মিলান-কে ৩-১ হারালেও বিতর্ক তাড়া করল আর্সেনাল-কে। আর সেই বিতর্কের কেন্দ্রে ড্যানি ওয়েলবেক। অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে ‘ডাইভ’ দিয়ে রেফারিকে ধোঁকা দিয়ে তিনি পেনাল্টি আদায় করেছেন।

ত্রয়ী: গোলের পরে ড্যানি ওয়েলবেকের সঙ্গে সতীর্থদের উল্লাস। এএফপি

ত্রয়ী: গোলের পরে ড্যানি ওয়েলবেকের সঙ্গে সতীর্থদের উল্লাস। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৫:১১
Share: Save:

ইউরোপা লিগে এসি মিলান-কে ৩-১ হারালেও বিতর্ক তাড়া করল আর্সেনাল-কে। আর সেই বিতর্কের কেন্দ্রে ড্যানি ওয়েলবেক। অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে ‘ডাইভ’ দিয়ে রেফারিকে ধোঁকা দিয়ে তিনি পেনাল্টি আদায় করেছেন।

মিলানে গত সপ্তাহে ২-০ জিতেছিল আর্সেনাল। কিন্তু ফিরতি লেগে তারা চাপে পড়ে গিয়েছিল প্রথমে গোল খেয়ে গিয়ে। ঠিক তার পরেই পেনাল্টি থেকে গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন ওয়েলবেক। সেই পেনাল্টি ঘিরেই বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, পেনাল্টি ছিলই না। রেফারিকে ধোঁকা দিতে ‘ডাইভ’ দিয়ে তা আদায় করেছেন ওয়েলবেক।

বিশ্ব জুড়ে ফুটবলারদের ‘ডাইভিং’ রোগ এখন খুবই সমালোচিত হচ্ছে। অনেক ফুটবলার শরীরে আঘাত না পেলেও অভিনয় করে সামনে বা পাশে লাফিয়ে পড়েন। আর তাতে বিভ্রান্ত হয়ে অনেক সময় রেফারি পেনাল্টি বা ফ্রি-কিক দিয়ে দেন। বৃহস্পতিবার রাতে ওয়েলবেক সে রকমই ঘটনা ঘটিয়েছেন বলে কথা উঠেছে। প্রশ্ন উঠেছে, খেলার মোক্ষম সময়ে অভিনয় করে ওই পেনাল্টি যদি আদায় না করতেন ওয়েলবেক, ম্যাচের ফল অন্য রকম হতে পারত কি না? কারণ, মিলান তখন এক গোলে এগিয়ে ছিল। শেষে যদিও সব মিলিয়ে ৫-১ জিতেছে আর্সেনাল।

তবে জিতলেও তাদের যথেষ্ট সমালোচিত হতে হচ্ছে ওয়েলবেকের কীর্তির জন্য। বিশেষজ্ঞরা সরব হয়েছেন এ নিয়ে, সাধারণ ফুটবলপ্রেমীরাও তুলোধনা করছেন। সুইডেনের রেফারি জোনাস এরিকসন ক্ষোভের মুখে পড়েছেন। আর্সেনালের প্রাক্তন ফুটবলাররা পর্যন্ত টিভি-তে বলেছেন, ওটা কোনও ভাবেই পেনাল্টি ছিল না। ওয়েলবেক ইচ্ছাকৃত ভাবে পড়ে গিয়েছিলেন।

আর্সেন ওয়েঙ্গার যদিও পাশে দাঁড়িয়েছেন তাঁর ফুটবলারের। উত্তেজিত ভাবে বলেছেন, ‘‘আমি রিপ্লে দেখিনি। কিন্তু আপনারা কী বলতে চাইছেন? ইংরেজ ফুটবলাররা ধোঁকা দিচ্ছে ইচ্ছাকৃত ভাবে ডাইভ দিয়ে? পেনাল্টি ছিল কি না আমি বলতে পারব না। তবে আবার দেখলে আমি আপনাদের বলতে পারব। তার পর ড্যানিকেও আমার মতামত দেব। কোনও সমস্যা নেই তা নিয়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arsen Wenger Danny Welbeck Arsenal Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE