Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইংল্যান্ডকে সতর্ক করে  দিচ্ছেন গফ

ইংল্যান্ডের প্রাক্তন এই পেসার রবিবার সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘মানছি, ভুবনেশ্বরের না থাকাটা বড় ক্ষতি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে চোটের কারণে ও সেরা ছন্দে ছিল না। আর এই ভারতীয় দলটা কিন্তু এখন আর এক জন বোলারের ওপর নির্ভরশীল নয়। যে কোনও ধরনের পিচে খেলার মতো বোলিং আছে ভারতের।’’

ড্যারেন গফ।

ড্যারেন গফ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৩:৪৬
Share: Save:

চোটের জন্য প্রথম টেস্টে ভারত পাচ্ছে না তাদের অন্যতম সেরা দুই পেসার— ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরাকে। কিন্তু তাতে বিরাট কোহালিদের চিন্তার কিছু নেই বলেই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার ড্যারেন গফ। তাঁর মতে, ভুবি, বুমরার অনুপস্থিতি ঢেকে দেওয়ার মতো ক্ষমতা ভারতীয় বোলিংয়ের আছে।

ইংল্যান্ডের প্রাক্তন এই পেসার রবিবার সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘মানছি, ভুবনেশ্বরের না থাকাটা বড় ক্ষতি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে চোটের কারণে ও সেরা ছন্দে ছিল না। আর এই ভারতীয় দলটা কিন্তু এখন আর এক জন বোলারের ওপর নির্ভরশীল নয়। যে কোনও ধরনের পিচে খেলার মতো বোলিং আছে ভারতের।’’

ভারতকে হারাতে গেলে যে টেস্টে সেরা খেলাটা খেলতে হবে ইংল্যান্ডকে, তা নিয়ে কোনও সন্দেহ নেই গফের। তিনি বলছেন, ‘‘দেশে হোক কী বিদেশে, ভারতকে হারানো কিন্তু এখন সোজা কাজ নয়। কারণ ওদের বোলিং আক্রমণ সব রকম পরিস্থিতির জন্য তৈরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Darren Gough England India Bowling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE