Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কোহালির আগ্রাসনে আপত্তি নেই লেম্যানের

বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ে ইস্তফা দেওয়া এই কোচ বলে দিয়েছেন, তিনি কোহালির আচরণে অন্যায় কিছু দেখছেন না।

পাশে: কোহালির আচরণে ভুল দেখছেন না লেম্যান। —ফাইল চিত্র।

পাশে: কোহালির আচরণে ভুল দেখছেন না লেম্যান। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ০৩:৪১
Share: Save:

বিরাট কোহালির আগ্রাসী মনোভাব নিয়ে ক্রিকেট বিশ্ব দু’ভাগ। কেউ কেউ কোহালির আচরণের সমালোচনা করেছেন, কেউ কেউ কোনও অন্যায় দেখছেন না। এই দ্বিতীয় দলে এ বার নাম লেখালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ড্যারেন লেম্যান। বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে পড়ে ইস্তফা দেওয়া এই কোচ বলে দিয়েছেন, তিনি কোহালির আচরণে অন্যায় কিছু দেখছেন না।

বৃহস্পতিবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেম্যান বলেছেন, ‘‘কোহালি খুবই আবেগপ্রবণ। মাঠে এই আবেগের বহিঃপ্রকাশটাই ঘটে। কোহালি তাই মাঠে এ রকম করে থাকে এবং ভবিষ্যতেও করবে।’’ কোহালি সম্পর্কে লেম্যানের আরও মন্তব্য, ‘‘কোহালি চ্যালেঞ্জ খুব উপভোগ করে। ও জিততে চায়। নিজের জন্য শুধু নয়, দেশের জন্যও। কোহালির এই তীব্র আবেগ প্রদর্শনের মধ্যে খারাপ কিছু নেই।’’

পার্‌থ টেস্টে দুই অধিনায়ক— কোহালি এবং টিম পেনের মধ্যে বাগ্‌যুদ্ধ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এমনকি অনেকেই মনে করছেন, খেলার পরেও সেই উত্তেজনা কমেনি। লেম্যান অবশ্য এই কথা কাটাকাটিকে বেশি গুরুত্ব দিতে নারাজ। তিনি বলছেন, ‘‘কোহালি বা পেন, কেউই সীমা অতিক্রম করেনি। ওদের কথা কাটাকাটির মধ্যে খারাপ কিছু ছিল না। স্টাম্প মাইক্রোফোনে ব্যাপারটা শোনা যাওয়ায় মজা আরও বেড়েছে।’’ অস্ট্রেলিয়ার বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারেরও একই ধারণা। তিনিও বলেছেন, দু’জনের কেউই সীমা অতিক্রম করেননি। দুই অধিনায়কের বাগ্‌যুদ্ধকে হালকা করেই দেখেছেন তিনি।

লেম্যান আরও বলেছেন, ‘‘দেশের হয়ে খেলতে নামলে আপনাকে আবেগপ্রবণ হতেই হবে। আমার এই নিয়ে কোনও সমস্যা নেই। আশা করব, পার্‌থের ঘটনাটা কেউ অতি নাটকীয় করে তুলবে না। একটা ব্যাপার শুধু মাথায় রাখতে হবে যে, ব্যাপারটা যেন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে না যায়। বাকি আর কিছু সমস্যার নয়। আমি নিশ্চিত, ম্যাচ বা সিরিজের পরে সব কিছু ঠিক হয়ে যাবে দু’জনের মধ্যে।’’

দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি কাণ্ডের জেরে নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন লেম্যান। তার পরে অস্ট্রেলীয় ক্রিকেটে অনেক কিছুই বদলে গিয়েছে। পেনের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়া। দলের নতুন অধিনায়ককে নিয়ে লেম্যান বলেছেন, ‘‘পেন দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে এখন পর্যন্ত। একটা কঠিন সময় অস্ট্রেলিয়াকে ঠিকঠাক নেতৃত্ব দিচ্ছে ছেলেটা। আমার মনে হয় না, ওর নেতৃত্বের খুঁত কেউ ধরতে পারবে।’’

চলতি সিরিজ নিয়ে লেম্যান আরও বলেন, ‘‘অ্যাডিলেডে ভারত অনেক এগিয়ে ছিল। কিন্তু পার্‌থ টেস্টের পরে বোঝা গিয়েছে, এই সিরিজটা রীতিমতো হাড্ডাহাড্ডি হবে। পার্‌থের জয়টা অস্ট্রেলীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’’ অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর পিছনে ল্যাঙ্গারের ভূমিকার প্রশংসাও করেছেন লেম্যান। বর্তমান কোচ প্রসঙ্গে প্রাক্তন কোচ বলেছেন, ‘‘ল্যাঙ্গারও খুব ভাল কাজ করছে। ডারবানের পরে প্রথম টেস্ট জয় নিঃসন্দেহে ওদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমি নিশ্চিত, সেই আত্মবিশ্বাসের ছাপটাই আমরা বক্সিং ডে টেস্টে দেখতে পাব।’’

তবে পার্‌থে চার পেসারে খেলানো যে ভারতের ঠিক হয়নি, সেটা বলছিলেন লেম্যান। তাঁর মন্তব্য, ‘‘স্পিনার না খেলিয়ে চার পেসারে দল নামিয়ে শুরুতেই ভুল করে বসে ভারত। তবে তার পরে মাঠে যা হয়েছে, সেখানে খুব একটা ভুল কিছু করেনি ভারত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE