হাসান আলির ইয়র্কারে পর্যুদস্ত ড্যারেন সামি। ছবি: টুইটার।
দুর্ধর্ষ বাউন্সার, মারাত্মক ইয়র্কার। ব্যাটসম্যানকে পরাস্ত করতে এই রকম বিভিন্ন অস্ত্র প্রয়োগ করে থাকেন বোলাররা। মাঝেমধ্যেই দেখা যায়, পর্যুদস্ত ব্যাটসম্যানের দিকে বোলারদের তেড়ে যেতে। উত্তর দিতে দেখা যায় ব্যাটসম্যানকেও। বুধবারের গদ্দাফি স্টেডিয়াম কিন্তু সাক্ষী থাকল একেবারে অভিনব এক দৃশ্যের।
আরও পড়ুন: ওয়ার্নের জন্মদিনে সহবাগের টুইট ভাইরাল নেট দুনিয়ায়
আরও পড়ুন: জয় দিয়ে ক্রিকেট ফিরল পাকিস্তানে
খেলা তখন প্রায় শেষ। বহু দিন পর দেশের মাটিতে খেলা। তার পর বিশ্ব একাদশকে হারিয়ে তখন জয়ের মুখে পাকিস্তান। ম্যাচের শেষ ওভারে বিশ্ব একাদশের হয়ে ব্যাট করছিলেন ড্যারেন সামি। বল হাতে তখন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের সদস্য হাসান আলি। শেষ ওভারে আলির দুর্ধর্ষ ইয়র্কার সোজাসুজি পায়ের পাতায় গিয়ে লাগে সামির। ক্রিজে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। সেই অবস্থাতেও হাততালি দিয়ে আলির বলের তারিফ করেন সামি। সামির এই ব্যবহারে মুগ্ধ পাকিস্তানের ক্রিকেট প্রেমিরাও। | এই ঘটনাটির পর টুইটারে এক পাক সমর্থক লেখেন “পাকিস্তানের প্রতি সমর্থক ড্যারেন সামিকে ভালবাসে।”
এই ঘটনাটির পর টুইটারে এক পাক সমর্থক লেখেন “পাকিস্তানের প্রতি সমর্থক ড্যারেন সামিকে ভালবাসে।”
I added a video to a @YouTube playlist https://t.co/Z1hSFWV9u9 Hassan Ali VS Darren Sammy | Brilliant yorker Pak VS World Xi match
— Naseer Afridi ACCA (@Naseer7227) September 13, 2017
খেলা তখন প্রায় শেষ। বহু দিন পর দেশের মাটিতে খেলা। তার পর বিশ্ব একাদশকে হারিয়ে তখন জয়ের মুখে পাকিস্তান। ম্যাচের শেষ ওভারে বিশ্ব একাদশের হয়ে ব্যাট করছিলেন ড্যারেন সামি। বল হাতে তখন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের সদস্য হাসান আলি। শেষ ওভারে আলির দুর্ধর্ষ ইয়র্কার সোজাসুজি পায়ের পাতায় গিয়ে লাগে সামির। ক্রিজে হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। সেই অবস্থাতেও হাততালি দিয়ে আলির বলের তারিফ করেন সামি। সামির এই ব্যবহারে মুগ্ধ পাকিস্তানের ক্রিকেট প্রেমিরাও। |
আর এক জন তো সামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার জন্য সাওয়াল করেন। তিনি লেখেন, “আমি সরকারি ভাবে অনুরোধ করছি ড্যারেন সামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার জন্য।”
I officially request Darren Sammy to be given a honorary citizenship of Pakistan 🙏
— Salman (@im__121) September 12, 2017
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy