Advertisement
২৪ এপ্রিল ২০২৪
বক্সিং ডে টেস্ট

অভিশাপের ডেভিড নিয়ে আগ্রহ বাড়ছে

হালফিলে ওয়ান ডে ক্রিকেটের তাঁর যা ফর্ম, দুর্দান্ত বললেও কম বলা হয়। চলতি বছরে সাত-সাতটা ওয়ান ডে সেঞ্চুরি করে ফেলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যা সেরা।

মেলবোর্ন শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৪
Share: Save:

হালফিলে ওয়ান ডে ক্রিকেটের তাঁর যা ফর্ম, দুর্দান্ত বললেও কম বলা হয়। চলতি বছরে সাত-সাতটা ওয়ান ডে সেঞ্চুরি করে ফেলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যা সেরা।

টেস্ট ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের সাম্প্রতিক ব্যর্থতাও এ বার কেটে যাবে, আশায় স্টিভ স্মিথদের দেশ। এ বছর টেস্টে তাঁর শেষ সেঞ্চুরি এসেছে জানুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিডনিতে। চলতি বছরে তাঁর টেস্ট গড়ও মাত্র ৩৫। এ দিকে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট মাত্র ৩৯ রানে জেতার পরে আত্মবিশ্বাসের তুঙ্গে অস্ট্রেলিয়া, বলা যাবে না। বক্সিং ডে টেস্ট শুরুর আগে তাই আরও বেশি করে ওয়ার্নারের ব্যাটের উপর নির্ভর করে থাকছে তাদের ভাগ্য।

কিন্তু মুশকিল হল, দেশের মাঠে মেলবোর্নেই ওয়ার্নারের টেস্ট ফর্ম সবচেয়ে ম্লান। এখানে তাঁর সংগ্রহে পাঁচ টেস্টে মাত্র ২১৮ রান। গড় ২৪.২২। পারথে সেখানে ওয়ার্নারের তিন সেঞ্চুরি-সহ ৮০৩ রান রয়েছে। অ্যাডিলেড এবং ব্রিসবেনেও সাড়ে পাঁচশোর উপর রান আছে তাঁর। যদিও অস্ট্রেলীয় প্রাক্তনরা মনে করছেন, ওয়ার্নারের ফর্ম বৃত্তের মতো চলে। এখন টেস্টে তিনি রানের মধ্যে নেই, কিন্তু তাড়াতাড়ি ফিরবেন।

প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর মনে করেন, বক্সিং ডে টেস্টেই ফর্মে ফিরবেন ওয়ার্নার। ‘‘টি-টোয়েন্টিতে ভাল করে টেস্ট দলে এসে নিজেকে তৈরি করেছিল ওয়ার্নার। তখন ওয়ান ডে-তে ওর ফর্ম খারাপ ছিল। এখন ওয়ান ডে-তে ভাল করছে তো টেস্ট ফর্ম পড়েছে,’’ বলছেন টেলর। সঙ্গে যোগ করেছেন, ‘‘এটা একটা বৃত্ত। মেলবোর্নেই ও আবার রানে ফিরবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

David Warner Boxing day test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE