Advertisement
১৬ এপ্রিল ২০২৪
David Warner

ছিটকে গেলেন ওয়ার্নার, রাহুলের মন্তব্যে বিতর্ক

ভারতের আগের অস্ট্রেলিয়া সফরে নির্বাসিত থাকার জন্য দলে ছিলেন না ওয়ার্নার।

ধাক্কা: রবিবার ম্যাচ চলাকালীন চোট পাওয়ার পরে ওয়ার্নার। এএফপি

ধাক্কা: রবিবার ম্যাচ চলাকালীন চোট পাওয়ার পরে ওয়ার্নার। এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ০৫:১৬
Share: Save:

রবিবার সিডনিতে অস্ট্রেলীয় বোলারদের বিরুদ্ধে বিশেষ সমস্যায় না পড়লেও ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে ঝামেলায় পড়ে গেলেন কে এল রাহুল। সাংবাদিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে চোট পাওয়া ডেভিড ওয়ার্নারকে ঘিরে তাঁর মন্তব্য নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী হয়েছিল? ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে-তে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ওয়ার্নার। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান অস্ট্রেলীয় ওপেনার। তিনি আর নামেননি। হাসপাতালে তাঁর চোটের স্ক্যানও হয়। শেষ পর্যন্ত সাদা বলের সিরিজ থেকে ছিটকে যান ওয়ার্নার। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে রাহুলকে প্রশ্ন করা হয় ওয়ার্নারের চোট নিয়ে। যার জবাবে ভারতের সীমিত ওভারের ক্রিকেটের সহ-অধিনায়ক বলেন, ‘‘আমরা জানি না ওয়ার্নারের চোট কতটা গুরুতর। তবে ও চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেই ভাল হবে।’’

এতেই শেষ নয়। রাহুল আরও বলেন, ‘‘অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান ব্যাটসম্যান হল ওয়ার্নার। আমি জানি, কারও চোট নিয়ে এ রকম ইচ্ছা প্রকাশ করা ঠিক নয়। কিন্তু ঘটনা হল, এ রকমটা হলে আমাদের দলেরই ভাল হবে। ওর চোট সারতে যত সময় লাগবে, তত আমাদের দলের জন্য ভাল।’’ রাহুল হয়ত কিছুটা মজা করেই এই কথাটা বলেছিলেন। কিন্তু তাঁর এই মন্তব্যের পরে ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেরই বক্তব্য, রাহুলের খেলোয়াড়ি মনোভাবের কি এতই অভাব যে, বিপক্ষ দলের ক্রিকেটার সম্পর্কে এ রকম রুচিহীন কথা বলতে হবে? কারও প্রশ্ন, ভারতীয় দল তা হলে স্বীকার করে নিচ্ছে যে, ওয়ার্নারকে সামলানোর ক্ষমতা তাদের নেই?

ভারতের আগের অস্ট্রেলিয়া সফরে নির্বাসিত থাকার জন্য দলে ছিলেন না ওয়ার্নার। এ বার ফিরে এসে দুরন্ত খেলছেন। প্রথম ওয়ান ডে-তে ৬৯, দ্বিতীয় ওয়ান ডে-তে ৮৩ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

প্রথম দুটো ম্যাচ হেরে ওয়ান ডে সিরিজ খুইয়েছে ভারত। যা নিয়ে রাহুল বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভাল খেলেছে। তবে এটাও ঠিক যে, অনেক দিন পরে আমরা ওয়ান ডে ক্রিকেট খেলতে নামলাম।’’ পর পর দুটো হারের পরে দলের মনোভাব কী রকম? রাহুল বলেছেন, ‘‘দলের মনোভাব ইতিবাচকই আছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ভাল খেলেছে। তবে এটা অনেক লম্বা সফর। দেখা যাক কী হয়।’’ রাহুল এও বলেন, ‘‘আমরা কিন্তু অনেক কিছুই ঠিকঠাক করছি।’’

এক বছরেরও বেশি সময় পরে আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে দেখা গেল হার্দিক পাণ্ড্যকে। দল কী ভাবে দেখছে ব্যাপারটাকে? রাহুলের জবাব, ‘‘হার্দিককে বল করতে দেখে বেশ ভালই লাগছে। ও বল করলে অধিনায়কের ওপর থেকে অনেকটা চাপ কমে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

David Warner India Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE