বাবা ডেভিড ওয়ার্নার নন। ওয়ার্নারের মধ্যম কন্যার ফেভারিট ক্রিকেটার হলেন বিরাট কোহালি। আর তা জানিয়েছেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ফালজন।
ওয়ার্নার ও ক্যান্ডিসের তিন মেয়ে— ইভি-মে, ইন্ডি-রে আর ইসলা রোজ। ইভি ৬, ইন্ডি ৪ এবং ইসলার বয়স ১ বছর। বাড়ির উঠোনে অবসরের সময় ক্রিকেট খেলতে নেমে পড়েন ওয়ার্নার। আর সেই খেলার সময়েই ইন্ডির কোহালিকে পছন্দের কথা জানা যায়।
সিডনির এক রেডিয়ো অনুষ্ঠানে ক্যান্ডিস বলেছেন, “বাড়ির পিছনের উঠোনে আমরা ক্রিকেট খেলি। আমার মেয়েরা কখনও ওদের বাবার মতো হতে চায়, কখনও চায় ফিঞ্চির (অ্যারন ফিঞ্চ) মতো হতে। কিন্তু আমার মেজ মেয়ে হতে চায় বিরাট কোহালি। আর এটা কিন্তু মজা করে বলছি না। ওর ফেভারিট খেলোয়াড় হল বিরাট কোহালি। ও একেবারেই বিদ্রোহী স্বভাবের।”