Advertisement
৩০ এপ্রিল ২০২৪

দীপ্তায়নের নজির

বাংলার কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হয়ে নজির গড়ল দীপ্তায়ন ঘোষ। ১৭ বছরের দাবাড়ু গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে রবিবার শেষ নর্ম পেল ভিয়েতনামে এইচডি ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টে।

দীপ্তায়ন, বাংলার কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার।

দীপ্তায়ন, বাংলার কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০৩:২৩
Share: Save:

বাংলার কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হয়ে নজির গড়ল দীপ্তায়ন ঘোষ। ১৭ বছরের দাবাড়ু গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে রবিবার শেষ নর্ম পেল ভিয়েতনামে এইচডি ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টে।

ছ’জন গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হয়ে এই টুর্নামেন্টে ৯ রাউন্ডে দীপ্তায়ন পায় ছ’পয়েন্ট। তাকে লড়তে হয় চিন, সিঙ্গাপুর, ভিয়েতনাম আর ভারতীয় গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে। যাঁদের মধ্যে সর্বোচ্চ রেটিংয়ের গ্র্যান্ডমাস্টার ছিলেন ভিয়েতনামের (২৬৪৯)। আলেখিন চেস ক্লাবের দীপ্তায়নের ঝুলিতে আট বছর আগে অনূর্ধ্ব-১০ এশিয়া চ্যাম্পিয়নের খেতাবও রয়েছে। বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এ দিন বললেন, ‘‘দারুণ খবর। বাংলার সাত নম্বর গ্র্যান্ডমাস্টার হল দীপ্তায়ন। অনেক আগেই ওর গ্র্যান্ডমাস্টার হওয়া উচিত ছিল। কিন্তু ছোটখাট ভুলের জন্য সেটা হচ্ছিল না। ওর সাফল্যে উঠতিরা আরও প্রেরণা পাবে।’’ আর এক বছর পর তৃতীয় নর্ম পাওয়া দীপ্তায়নের কেমন লাগছে? মোবাইলে ভিয়েতনাম থেকে আনন্দবাজারকে দীপ্তায়ন বলে, ‘‘২০১৪তে বেশ কয়েকটা নর্ম পাওয়ার সুযোগ ফস্কেছিলাম। তার পর উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিতে সে ভাবে মন দিতে পারিনি দাবায়। তাই শেষ পর্যন্ত নর্মটা পেয়ে দারুণ লাগছে। পরের টার্গেট যত দ্রুত সম্ভব রেটিং (২৫৬১) বাড়ানো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

grand master deeptayan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE