Advertisement
১১ মে ২০২৪

স্পট ফিক্সিং: বেকসুর খালাস হয়েও নিষেধাজ্ঞা উঠল না শ্রীসন্থদের

বেকসুর খালাস পেলেন আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত তিন ক্রিকেটার। পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে অভিযুক্ত আরও ২৫ জনকে। এমনকী ছাড় দেওয়া হয়েছে দাউদ ইব্রাহিমকেও। প্রমাণের অভাবেই এঁদের ছাড় দেওয়া হল বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ১৭:১৫
Share: Save:

বেকসুর খালাস পেলেন আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত তিন ক্রিকেটার- শ্রীসন্থ, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বাণ। শনিবার দিল্লির বিশেষ আদালতের এই রায়ের পর শ্রীসন্থদের মুখে যে হাসি ফুটেছিল তা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হল না। সন্ধের মধ্যেই ফের দুঃসংবাদ নেমে এল তাঁদের জন্য। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআইয়ের তরফে বলা হয় অভিযুক্ত তিন ক্রিকেটারের ওপর থেকে তারা নিষেধাজ্ঞা তুলছে না। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে ভেঙে পড়েছেন শ্রীসন্থ, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বাণ।

এ দিন দিল্লির এক বিশেষ আদালতে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত আরও ২৫ জনকেও ছাড় দেওয়া হয়েছে। এমনকী ছাড় দেওয়া হয়েছে দাউদ ইব্রাহিমকেও। প্রমাণের অভাবেই এঁদের ছাড় দেওয়া হল বলে জানা গিয়েছে।

২০১৩ সালের মে মাসে আইপিএলে স্পট ফিক্সিং করার দায়ে গ্রেফতার করা হয় রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীসন্থ, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বাণকে। বেশ কয়েক দিন জেলেও থাকতে হয়েছিল তাঁদের। ক্রিকেটারদের পাশাপাশি অভিযুক্ত হন আরও ৪২ জন। এদের মধ্যে ছিলেন দাউদ ইব্রাহিম এবং ছোটা রাজনও। এ দিন কিন্তু এদের সবাইকেই মুক্তি দিয়েছে আদালত।

রায় শুনে দৃশ্যতই খুশি শ্রীসন্থ বললেন, “আমি আবার ক্রিকেটে ফিরতে চাই। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। বারবার ভেবেছি, আমিই কেন? আজকের দিন আমার জীবনের অন্যতম খুশির দিন।”

খুশি অঙ্কিতও। মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছেন তিনি। আবেগঘন গলায় বললেন, “খারাপ সময়ে পাশে থাকার জন্য ফ্যানদের এবং বিশেষ করে আমার পরিবারকে ধন্যবাদ।” প্রায় একই প্রতিক্রিয়া অজিত চান্ডিলারও। তবে একটা বিষয়ে একমত তিন ক্রিকেটারই। যত তাড়াতাড়ি সম্ভব ক্রিকেট মাঠে ফিরতে চাইছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE