২০৪৮ এর অলিম্পিক্স আয়োজন করার জন্য প্রস্তুতি শুরু করে দিল দিল্লি প্রশাসন। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া মঙ্গলবার বাজেট অধিবেশনে জানান, ‘‘দিল্লিতে অলিম্পিক্স আয়োজন করা একটা বিরাট স্বপ্ন আমাদের কাছে। সেটা আমি এই বিধানসভায় জানাতে চাই।’’
১৮৯৭ সালের এথেন্স অলিম্পিক্সের পর আর অলিম্পিক্স মশাল আসেনি দিল্লিতে। দিল্লির উপ মুখ্যমন্ত্রী বলেন, ‘’৩২ তমঅলিম্পিক্স টোকিয়োতে অনুষ্ঠিত হবে। পরের তিনটি অলিম্পিক্স কোথায় হবে তারপর সেটা ঠিক করা হবে। আমাদের সরকারেরলক্ষ্য খেলাধুলার পরিবেশ ও পরিকাঠামো তৈরি করা, যাতে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করে ৩৯ তম অলিম্পিক্স আয়োজনকরার আবেদন করা যায়।’’
এরপর তিনি আরও বলেন, ‘‘এটা মনে হতে পারে বহু দূরের ভাবনা। তবে আবেদন করতে হয় ১০ বছর আগে। শুধু তাই নয়, পরিকাঠামো তৈরি করতে লাগে ১৫ বছর। তাই এখন থেকেই কাজ শুরু করে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে, যাতে ২০৪৮সালের অলিম্পিক্স আয়োজন করা যায় এবং অনেক পদক পাওয়া যায়।’’