পাঁচ বারের আই লিগ চ্যাম্পিয়ন। জুয়েল রাজা, মন্দার, নার্জারির মতো আইএসএল খেলা ফুটবলার। কিন্তু গোয়ার এক সময়ের সেরা দল ডেম্পোকে আই লিগের দ্বিতীয় ডিভিশনে গোলশূন্য আটকে দিল মহমেডান।
আসলে বৃহস্পতিবার নিজেদের মাঠে জেতার ফুটবল খেলেও ড্র করল সুব্রত ভট্টাচার্যের (জুনিয়র) দল। মহমেডান কোচের দাবি, খারাপ ফিনিশিংয়ের জন্যই তিন পয়েন্ট পেল না তাঁর দল। ‘‘মোগা একাই আজ তিনটে সহজ সুযোগ নষ্ট করেছে।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘ডেম্পো এখনও খুব শক্তিশালী দল। ওদের অর্ধেক প্লেয়ার আইএসএলে খেলেছে। তাদের আমরা হারাতে পারতাম। ড্র হওয়ায় সত্যিই খুব খারাপ লাগছে।’’
আই লিগ টু-এ তিনটে ম্যাচ খেলেছে মহমেডান। পয়েন্ট মাত্র এক। তবে শেষ ম্যাচে মিনার্ভার বিরুদ্ধে ১-২ হেরেও হয়তো পুরো পয়েন্ট পেয়ে যাবে মহমেডান। কারণ তাদের কর্তাদের দাবি, মিনার্ভা একজন ফুটবলারকে অবৈধভাবে খেলিয়েছে সেই ম্যাচে। যাঁর রেজিস্ট্রেশনে গোলমাল আছে। মহমেডান কর্তা রাজু আহমেদ বললেন, ‘‘আমরা ফেডারেশনকে চিঠি দিয়েছি। হয়তো ওই ম্যাচের পুরো পয়েন্টই পাব আমরা।’’ সূত্রের খবর, মিনার্ভার সেই ফুটবলারটির নাম পবনদীপ সিংহ।