Advertisement
২২ মার্চ ২০২৩

নতুন বাড়ির অপেক্ষায় ধোনি

সবার অলক্ষ্যে গৃহ প্রবেশের পুজো অর্চনা হয়ে গিয়েছে কয়েক দিন আগে। এ বার বাড়ির মালিকের জন্য অপেক্ষা করছেন বাড়ির সদস্যরা। তিনি অবশ্য ব্যস্ত এখন আইপিএল খেলতে। আইপিএল শেষ হলে তবেই ছুটি পাবেন। তারপর নতুন বাড়িতে উঠবেন তিনি— মহেন্দ্র সিংহ ধোনি।

ঠিকানা: রিং রোডে ধোনির নতুন ফার্ম হাউজ। নিজস্ব চিত্র

ঠিকানা: রিং রোডে ধোনির নতুন ফার্ম হাউজ। নিজস্ব চিত্র

আর্যভট্ট খান
রাঁচী শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০৫:০১
Share: Save:

সবার অলক্ষ্যে গৃহ প্রবেশের পুজো অর্চনা হয়ে গিয়েছে কয়েক দিন আগে। এ বার বাড়ির মালিকের জন্য অপেক্ষা করছেন বাড়ির সদস্যরা। তিনি অবশ্য ব্যস্ত এখন আইপিএল খেলতে। আইপিএল শেষ হলে তবেই ছুটি পাবেন। তারপর নতুন বাড়িতে উঠবেন তিনি— মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

এখনও রাঁচীর রিং রোডে নতুন ফার্ম হাউসে পাকাপাকি বসবাস করতে শুরু করেননি ধোনি। তবে তাঁর ভক্তকূল ইতিমধ্যেই তাঁর ফার্ম হাউসের আশপাশে উঁকিঝুঁকি মারতে শুরু করে দিয়েছেন। অক্ষয় তৃতীয়ার দিন মিডিয়া ও ধোনির ভক্তকূলের নজর এড়িয়ে ধোনির বাড়ির গৃহপ্রবেশের পুজো হয়ে যাওয়ার পরে এখন একটাই প্রশ্ন ধোনি কবে তাঁর নতুন বাড়িতে উঠবেন?

এ ব্যাপারে অবশ্য মুখে কুলুপ ধোনির পরিবারের। ধোনির ছোটবেলার বাঙালি কোচ কেশব বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘বাড়ির গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পরে কয়েক দিন বাড়িতে রাত্রিবাস করতে হয়। তাই কয়েকটা রাত ধোনির পরিবার ওই বাড়িতে থাকছে। আইপিএল খেলে ধোনি রাঁচী ফিরলে তারপরই সবাই নতুন বাড়িতে উঠবে।’’ ধোনির পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘‘৭ জুলাই ধোনির জন্মদিন। সে দিন থেকে ধোনি পাকাপাকিভাবে নতুন বাড়িতে পরিবার নিয়ে থাকতে শুরু করতে পারেন।’’

রিং রোডের কাছে ডালাডোলিতে ৪ একর জমির ওপর ধোনির এই বিলাসবহুল ফার্ম হাউস। ইকো ফ্রেন্ডলি এই ফার্ম হাউস বাগান আর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। ধোনি ফল খেতে ভালবাসেন। তাই নানা ধরনের ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে ফার্ম হাউসের বাগান। আছে সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট ও অত্যাধুনিক মাল্টিজিম ও নেট প্রাকটিসের জন্য পিচ। কেশববাবু জানান, নিজেকে ফিট রাখার জন্য ধোনি ব্যাডমিন্টন খেলেন। হারমুর বাড়িতে ব্যাডমিন্টন কোর্টের জায়গা ছিল না। মাল্টিজিম ছিল না। তাই তাঁকে রাঁচীর জেএসসিএ স্টেডিয়ামে প্র্যাকটিস করতে যেতে হতো। এ বার ফার্ম হাউসেই অনুশীলন করতে পারবেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.