Advertisement
১৯ মে ২০২৪

ধোনির ডেথ ওভার প্র্যাকটিস

গ্রিনপার্কের নেটে টিম ইন্ডিয়ার ইয়র্কার বিশেষজ্ঞ জসপ্রীত বুমরাহের সঙ্গে আলাদা নেট সেশন।

কোথায় বল ফেলতে হবে, বুমরাহকে দেখিয়ে দিচ্ছেন ধোনি।

কোথায় বল ফেলতে হবে, বুমরাহকে দেখিয়ে দিচ্ছেন ধোনি।

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:৪২
Share: Save:

গ্রিনপার্কের নেটে টিম ইন্ডিয়ার ইয়র্কার বিশেষজ্ঞ জসপ্রীত বুমরাহের সঙ্গে আলাদা নেট সেশন।

ওয়াইড ইয়র্কার ঠিক জায়গায় ফেলতে অফ স্টাম্প থেকে এক ব্যাট দূরত্ব মেপে একটা কোকাবুরাকে মার্কার হিসেবে রাখা। বুমরাহকে মার্কারের জায়গায় বল পিচ করার নির্দেশ।

স্টেপ আউট করে লং অফের উপর থেকে উড়িয়ে দেওয়া নিজের ট্রেডমার্ক শটের বদলে বুমরাহর ওয়াইড ইর্য়কারে স্টিয়ার শটের অনুশীলন ধোনির।

ব্যাটটাকে তেরছা ভাবে রেখে পয়েন্ট ফিল্ডারের বাঁ-পাশ থেকে ওয়াইড ইয়র্কারগুলোকে প্লেস করার প্র্যাকটিস।

ফিল্ডিংয়ে নিয়ন্ত্রণ থাকায় ডেথ ওভারে ডিপ পয়েন্ট বা থার্ডম্যান ফিল্ডার রাখা বিপক্ষ ক্যাপ্টেনের জন্য সহজ নয়। সেই সুযোগ কাজে লাগাতেই এই নয়া প্র্যাকটিস।

ভারতীয় নেটে প্র্যাকটিস সূচি।

ছবি: টুইটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Practice Schedule Mahendra Singh Dhoni Death Overs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE