মাঠ থেকে সোজা হাসপাতালে নিয়ে যেতে হল যশস্বী জয়সওয়ালকে। ভর্তি করাতে হল তাঁকে। মঙ্গলবার মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলছিলেন যশস্বী। সেই ম্যাচের মাঝেই পেটে যন্ত্রণা শুরু হয় ব্যাটারের। তার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, খেলা শুরুর আগেই পেটে যন্ত্রণা শুরু হয়েছিল যশস্বীর। সেই অবস্থাতেই ব্যাট করেন তিনি। ১৬ বলে ১৫ রান করেন মুম্বইয়ের ওপেনার। ব্যাট করার সময় বোঝা যাচ্ছিল, অস্বস্তি হচ্ছে তাঁর। খেলার শেষ দিকে যশস্বীর যন্ত্রণা আরও বেড়ে যায়। অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রিপোর্টে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয়। তাতেই জানা গিয়েছে, যশস্বীর ‘অ্যাকিউট গ্যাসট্রোএনটেরাইটিস’ হয়েছে। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। পাশাপাশি কয়েক দিন অন্তর হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হবে ভারতের টেস্ট দলের ওপেনারকে।
আরও পড়ুন:
মুস্তাক আলিতে ভাল ছন্দে ছিলেন যশস্বী। তিনটি ম্যাচে ১৪৫ রান করেছেন তিনি। ৪৮.৩৩ গড় ও ১৬৮.৬ স্ট্রাইক রেটে রান করেছেন দলের ওপেনার। তার মধ্যে একটি শতরানও রয়েছে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মুস্তাক আলির পরের ম্যাচগুলিতে যশস্বীর খেলার সম্ভাবনা কম।
আপাতত ভারতের হয়ে যশস্বীর খেলার সম্ভাবনা কম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে জায়গা পাননি তিনি। জানুয়ারি মাসে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ও টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ওপেন করলেও শুভমন গিল ফিরে যাওয়ায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে যশস্বীর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফেব্রুয়ারি মাসে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তিনি জায়গা পান কি না সে দিকে নজর থাকবে সকলের। যদি সেখানেও তিনি জায়গা না পান, তা হলে একেবারে আইপিএলে আবার মাঠে নামতে দেখা যাবে তাঁকে।