Advertisement
০৬ মে ২০২৪

বৃষ্টির জন্য পিচ না দেখে জিম করলেন ধোনি

জিমে সময় কাটালেন ঘণ্টা দুই। মাঠে ঢুকেও পিচ পরীক্ষা করার কথা ভেবেছিলেন। কিন্তু বৃষ্টিতে হল না। তাই বৃহস্পতিবার শুধু স্টেডিয়ামে আসাই হল। পিচ আর দেখা হল না মহেন্দ্র সিংহ ধোনির। জিমেই কিছুক্ষণ গা ঘামিয়ে ফিরে গেলেন।

খোশমেজাজে: রাঁচীতে নিজের বাড়ির লনে পোষ্যের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

খোশমেজাজে: রাঁচীতে নিজের বাড়ির লনে পোষ্যের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

আর্যভট্ট খান
রাঁচী শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:৪৭
Share: Save:

জিমে সময় কাটালেন ঘণ্টা দুই। মাঠে ঢুকেও পিচ পরীক্ষা করার কথা ভেবেছিলেন। কিন্তু বৃষ্টিতে হল না। তাই বৃহস্পতিবার শুধু স্টেডিয়ামে আসাই হল। পিচ আর দেখা হল না মহেন্দ্র সিংহ ধোনির। জিমেই কিছুক্ষণ গা ঘামিয়ে ফিরে গেলেন।

তাঁর শহরে এই প্রথম টেস্ট ম্যাচ। ধোনি যেন অনেকটা ‘বরকর্তা’র ভূমিকায়। মাঠ এবং মাঠের বাইরে সব কিছুর তদারকিতে নেমে পড়েছেন। ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থার (জেএসসিএ) কর্তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাচ্ছে, পুরো ব্যাপারটায় ধোনি কতটা আগ্রহী। তাঁরা জানাচ্ছেন, মাঠে এলেই ধোনি চলে যাচ্ছেন পিচের কাছে। পিচ কেমন হচ্ছে, তা ভাল করে দেখছেন তিনি। এমনকী ধোনির পরামর্শেই পিচ তৈরির কাজ চলছে বলে কয়েকজন জেএসসিএ কর্তা দাবিও করলেন।

বৃহস্পতিবার বৃষ্টিতে আটকে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বুধবার অবশ্য সে রকম কোনও বিভ্রাটে পড়তে হয়নি। ধোনি মাঠে এসে সোজা চলে গিয়েছিলেন পিচের কাছে। ভাল করে সব কিছু দেখে নেন। জেএসসিএ-এর সচিব দেবাশিস চক্রবর্তী বলেন, ‘‘শুধু পিচই নয়, পুরো মাঠের খুঁটিনাটির দিকে ধোনির নজর।’’ তিনটি পিচ তৈরি করা হয়েছে। এর মধ্যে থেকে একটি বেছে নেওয়া হবে তৃতীয় টেস্টের জন্য।

আরও পড়ুন: তৃতীয় টেস্টের আগে পিচ দেখতে স্টেডিয়ামে ধোনি

জেএসসিএ-এর প্রেসিডেন্ট কুলদীপ সিংহ বলেন, ‘‘ধোনির ঘরের মাঠে প্রথম টেস্ট ম্যাচ। কী ভাবে এই ম্যাচকে স্মরণীয় করা যায়, তা নিয়ে ধোনিও আমাদের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। শুধু পিচ বা মাঠই নয়, সব দিকেই নজর রয়েছে ধোনির।’’

ভারত-অস্ট্রেলিয়া দু’দলই চলে আসছে ১৩ তারিখ, সোমবার। সে দিনই আবার হোলি। ফলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু সমস্যা সৃষ্টি করেছে বৃষ্টি। এর মধ্যে আবার নিম্নচাপও তৈরি হয়েছে। রাঁচী আবহাওয়া অফিসের অধিকর্তা বি কে মণ্ডল বলেন, ‘‘আগামী তিন দিন মাঝেমধ্যেই বৃষ্টি হবে।’’ বৃহস্পতিবার বৃষ্টি শুরু হতেই তিনটে পিচ ঢেকে দেওয়া হয়। তবু টানা বৃষ্টি হলে পিচের চরিত্র কীরকম হবে, তা নিয়ে চিন্তায় আছেন পিচ প্রস্তুতকারকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahendra Singh Dhoni Pitch Inspection
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE